ইনসাফ / ন্যায় বিচারের শিক্ষার প্রচলন কিভাবে শুরু করা যেতে পারে ? ন্যায় বিচার নিশ্চিত করতে কি কি নিয়ামক প্রভাবিত ?
প্রিয় ইহলৌকিক জীবনের সহযাত্রীবৃন্দ ,
السلام عليكم ورحمة الله وبركاته
ন্যায় ও ন্যায় বিচার নিয়ে ইতি মধ্যেই অনেকগুলো পোষ্ট করেছি । তার পরও মনে হচ্ছে যদি মাসাধিককাল গবেষণা করি তবুও তার সমাপ্তি টানা সম্ভব নয় ।
কারণ কোরআন নাযিল হওয়ার অন্যতম কারণও হল মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা লাভ করা ।
সূরা হাদীস, আয়াত ৫৭/২৫ .
সূরা আ’রাফ , আয়াত ৭/ ১৮১ ।
( আল্লাহ বলেন ), যাদেরকে আমি সৃস্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে ।
তাহলে আমরা বলতে পারি ইনসাফ বা ন্যায় বিচার আল্লাহ তা’য়ালার অতাৎক্ষনিক প্রগ্রামের অংশ তবে আল্লাহ তা’য়ালার
নির্দেশিত পথে চললে তাৎক্ষনিকভাবে প্রযোয্য হতে পারে ।
অতাৎক্ষনিক প্রকৃয়া : উদাহরণ সরূপ ধরি , একটি সন্তানের মধ্যে ইনসাফ বা ন্যায় বিচারে সর্বপ্রথম বীজ বপন করা হয় তার বা-মার উত্তম চরিত্রের মাধ্যমে ।
যেমনটি আমরা বলি ও স্বীকার করি , “Human activities effects on the follower’s character.”
পিতা-মাতার কার্যক্রম সন্তানদের চরিত্র প্রভাবিত করে ।
জন্মের পরে পরিবেশ , পরিবার , সমাজ , রাষ্ট্র এ সবই সন্তানদের ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রভাবিত করবেই ।
তাহলে বলা যায় কোরআনের স্বাপেক্ষে যা কিছু সন্তানদের ন্যায় বিচার বা ইনসাফ প্রভাবিত করবে তার সবই নিয়মক হিসেবে কাজ করে ।
সতরাং কোন ব্যাক্তি একা চাইলেই ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না বরং পরিবার , সমাজ , শিক্ষা প্রতিষ্ঠান , রাষ্ট্রসহ সর্বত্র যদি কোরআনের স্বাপেক্ষে ইনসাফ বা ন্যায় বিচারের সংস্কৃতি চালু করা না যায় , তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না ।
সুতরাং ব্যাক্তি যদি মনে করে , পরিবার , সমাজ , শিক্ষা প্রতিষ্ঠান , রাষ্ট্র তার জন্য ইনসাফ বা ন্যায় বিচারে প্রভাবিত করছে , তখন তার জন্য হিযরত করার অবস্থা থাকলে তা পালন করা বাঞ্ছনীয় ।
সর্বশেষে বলতে হবে , কোরআনের জ্ঞান ছাড়া ইনসাফ বা ন্যায় বিচার অকার্যকর ।
সকলের মতামত প্রত্যাশিত ।
আমীন ।।
আহমেদ জাফর
বি: দ্র : দয়া করে আমার পেজের পোষ্ট গুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।
আমার পেজের লিং :
https://www.facebook.com/researchonislam/
আমার
Website: www.anhuibest.net
ভিজিট করে Blog এ ও পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন ।
No comment