বিভেদ সৃস্টিকারী মানুষদের পরিচয় ও তাদের পরিনতি কি ? পরিত্রানের উপায় কি ?
Very respected readers & followers,
السلام عليكم ورحمة الله وبركاته
সাধারণ মানুষ যারা কোরআন ও মনস্তাত্বিক জ্ঞানে অজ্ঞ তাদার পক্ষে বিভেদ সৃস্টিকারীদের বুঝা ও তাদের সম্পর্কে জানা নিত্যান্তই কঠিন কাজ । তবে নিম্নে কিছু নমুনা দেওয়া হল যা মহান রব্বুল আ’লামীন কোরআনে স্পস্ট করছেন :
সূরা বাকারা , আয়াত ২০৪-২০৬
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ .
** মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা আপনাকে ( রসূলকে তথা রসূলের মাধ্যমে সকল মানুষকে ) চমৎকৃত করে এবং তাহার অন্তরে যাহা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে ।
প্রকৃত পক্ষে সে কলহপ্রিয় ।
প্রকৃত পক্ষে আমরা অনেক সময়ে অনেক ঈমাম ক্ষ্যাত লোকজন ও তাদের দোষরদের এরূপ ভূমিকায় দেখতে পাই ।
সাধারণ মানুষকে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের দিকে সমর্থন আদায়ের লক্ষে তাদের কথাবার্তায় এরূপ অবতারনা করে যাতে অন্তরে আল্লাহকে সাক্ষী রেখে অবলীলায় নিজের পক্ষে চমৎকৃত কথা বলে । প্রকৃতপক্ষে এরাই সমাজে কলহের জন্য বেশী দায়ী । তাদের ভূমিকা মুনাফিকের নামান্তর ।
২/২০৫
وَإِذَا تَوَلَّى سَعَى فِي الأَرْضِ لِيُفْسِدَ فِيِهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللّهُ لاَ يُحِبُّ الفَسَادَ ﴿٢٠٥﴾
যখন সে দুনিয়ায় প্রস্থান করে , তখন অশান্তি সৃস্টি, শস্যক্ষেত্র ও জীবজন্তুর নিপাতের চেস্টা করে । আল্লাহ অশান্তি পছন্দ করেন না ।
বস্তুত অপরের ভালটাও সে সহ্য করতে পারে না ।
২/২০৬
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ ۚ فَحَسْبُهُۥ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ ٱلْمِهَادُ
** যখন তাহাকে বলা হয় ‘তুমি আল্লাহকে ভয় কর ‘ , তখন তাহার আত্নাভিমান তাহাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে । সতরাং জাহান্নামই তাহার জন্য যথেস্ট । নিশ্চয়ই উহা নিকৃষ্ট বিশ্রামস্থল ।
** সতরাং হে মানবজাতি , আমাদের চারপার্শে যাদেরকে আমরা অনেকেই পরিপূর্ণ , পরিশুদ্ধ , ইসলামের খাদেম বলে মানি , তাদের প্রতি সতর্ক হোন । তাদের গতিবিধি লক্ষ করুন ও সজাগ থাকুন । এরাই ইসলামের খেদমতের আড়ালে , তাগুত কাফেরদের মত বিপুল সংখ্যক দুর্বল চিত্বের মু’মিনদের ধংশ করে যাচ্ছে ।
** প্রকৃতপক্ষে এদের চারিত্রিক বৈশিস্টের সাথে কোরআনের বর্নিত আদর্শিক চরিত্রের কোন মিল নেই , যা সাধারণ মানুষ বুঝতে পারে না ।
** এরা সব কথা ও কাজে নিজেকে জ্ঞানী দাবী করে আগ বাড়িয়ে অন্যের কথা টেনে নিজেকে জাহির করার চেস্টা করে ।
তাই আজকের এই উদ্ধৃতির মাধ্যমে এই ধরণের খাদেমের প্রতি দৃস্টি আরোপ করা হয়েছে , যাতে তারা ইবলিসের অপকৌশলের রাস্তা থেকে নিজেদের কোরআনে বর্নিত উত্তম চারিত্রিক আদর্শে দীক্ষিত হয় ।
সেই সাথে দুনিয়ার সকল মানব জাতিকে কোরআনের প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে সজাগ দৃস্টি রেখে দুনিয়ায় আল্লাহর সন্তুস্টির জন্য কাজ করতে পারে , সেই কামনা করছি ।
আমীন ।।
আহমেদ জাফর
বি: দ্র : দয়া করে আমার পেজের
পোষ্টগুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের
কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।
আমার পেজের লিং :
https://www.facebook.com/researchonislam/
Group : research on quran forum
আমার
Website: www.anhuibest.net
ভিজিট করে Blog এ ও
পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগকরে দিন ।
No comment