অনাবাদি জমীন যেমন আগাছা জন্মায়, তেমনি সুশিক্ষা না পেলে, জীবন কুশিক্ষায় ভরে যায় ।

Very respected readers & followers,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আশাকরি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানব এ বিষয়ে উল্লেখিত চরণ দু’টি প্রবাদ বাক্যের মত চিরন্তন সত্য হিসেবে স্বীয় মনে স্থান দিবেন ।

কিন্তু পরিতাপের বিষয় হল , মানুষ আগে ভুল করে , তার পরে অনুতাপ করে । বেশীরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের রোগীর মত সব শেষ করে উবলব্দি করে , যখন আর পরিত্রানের সুযোগ থাকে না ।

আমরা বলে থাকি, “হারাম কাজে আরাম বেশী “।

আর মহা প্রতারক ইবলিস মানুষকে সেই হারাম কাজে আকৃষ্ট করে , মানুষকে আল্লাহর প্রদর্শিত স্থায়ী পথ থেকে পদস্খলন ঘটিয়ে ছাড়ে । তবে যারা দৃঢ় বিশ্বাসী , মুত্তাক্বিন ( আল্লাহ সচেতন ) তারা ছাড়া ।

আমরা এও বলে থাকি ,

“ অফল ফলে বেশী,

অমানুষের কথা বেশী “।

এতসব জেনেও মানুষ যেন সেই অমানুষের কথায় বিভোর থেকে নিজেকে অবলীলায় صراط المستقيم ( স্থায়ী পথ) থেকে দুরে সরিয়ে নেয় ।

যেমনটি আল্লাহ সুবহানু তা’য়ালা সূরা আদিয়াত, আয়াত ৬-৮ এ উল্লেখ করেছেন :

১০০:৬ اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَکَنُوۡدٌ

** মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ ।

১০০:৭ وَ اِنَّهٗ عَلٰی ذٰلِکَ لَشَهِیۡدٌ ۚ﴿۷﴾

** এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত ।

১০০:৮ وَ اِنَّهٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ

** এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল ।

আবার সূরা আছর এ আয়াত নং ২ এ যেমনভাবে উল্লেখ করেছেন ।

‎إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ

** মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ ।

তাহলে এবার একটু ভাবুন , আল্লাহ নিজেই জানেন যে মানুষ তার প্রতিপালকের প্রতি উদাসীন । আল্লাহ সচেতন না হওয়াও স্বভাব জাত প্রতিকৃয়া । এবং তা মানুষ যেনে শুনেই করে ।

ধন সম্পদের মোহ তাকে আকড়িয়ে ধরবে ।

মানুষ ক্ষতির দিকে নিপতিত ।

‎إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ

কিন্তু তারা নয় [১], যারা ঈমান ( জ্ঞান + বিশ্বাস ) এনেছে [২] এবং সৎকাজ করেছে [৩] আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের বা সৎকাজের [৪] এবং উপদেশ দিয়েছে ধৈর্যের [৫]।

তাহলে সুশিক্ষার মাধ্যমে ভাল থাকার ব্যাবস্থাও আল্লাহ করে রাখেছেন ।

এবং আল্লাহ সুবহানু তা’য়ালা এতটা স্বচ্ছ যে আগে থেকে মানুষকে আক্বল , কোরআন ও সুন্নাহর মাধ্যমে সবই অকপটে প্রকাশ করেছেন ।

সুতরাং যারা আল্লাহকে স্বরণ করবে , আল্লাহর বিধান অধ্যায়ন করবে ও মানবে তাদের জন্য মহা পুরস্কারের ও ঘোষনা দিয়েছেন ।

তথাপিও মানুষ এতটাই অবিশ্বাস মনের মধ্যে লালন করে যে, তাৎক্ষনিক লোভ সামলাতে না পেরে শয়তানের ধোকায় পড়ে পাপাচারে লিপ্ত হয় ।

সুতরাং সকলের প্রতি উদাত্ত আহবান আগে কোরআন পড়ু , বুঝুন , সুশিক্ষা লাভ করুন , তাহলে আর কুশিক্ষা মনের মধ্যে দানা বাঁধবে না ।

আমীন ।।

আহমেদ জাফর

বি: দ্র : দয়া করে আমার পেজের

পোষ্টগুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের

কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।

আমার পেজের লিং :

https://www.facebook.com/researchonislam/

Group : research on quran forum

আমার

Website: www.anhuibest.net

ভিজিট করে Blog এ ও

পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত

শেয়ার করে অন্যকে পড়ার সুযোগকরে দিন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *