সন্তানরা বাবা-মাকে ও বাবা-মা , সন্তানদেরকে কিভাবে পরিচর্যা করবে ?
Very respected readers & followers,
السلام عليكم ورحمة الله وبركاته
আমার খুব কাছের প্রান প্রিয় নজরুল ভাই , Founder of “ Association for save the parents “ , অনেক দিন থেকেই বলতে ছিলেন তাঁর পেজে তার ফান্ডান্ডাশন নিয়ে আমার কিছু লেখা পোষ্ট করার জন্য ।
আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কেমন যেন সময় ম্যানেজ করে পারছিলাম না । যাই হোক আজ একটু ঘুম বলি দিয়ে , লিখতে শুরু করি ।
I should say , “ Save your child first, to save the parent at the edge of your life “.
১। আগে আপনার সন্তানকে বাঁচান : মানুষের স্বাভাবিক বাঁচা – মরার ব্যবস্থা আল্লাহর অতাৎক্ষনিক ইচ্ছায় সংঘটিত হবে এটাই যুগ যুগান্তরের বাস্তব চিত্র ।
কিন্তু এরই মাঝে জন্মের পূর্ব সূত্র থেকেই পিতা-মাতার আদর্শ , চরিত্র , মুদ্ধিমত্তা , চিন্তা ধারা , শারিরীক ও মানষিক বিকাশে আল্লাহর অতাৎক্ষনিক ইচ্ছায় প্রভাব বিস্তার করে ।
অত:পর জন্মের পর থেকে সু-শিক্ষা ( আল্লাহর নির্দেশিত কুরআনের শিক্ষা ) , সু-পরিবেশ মানুষকে আদর্শ মানুষে পরিনত করে । আর তা নিশ্চিত করা আদর্শ পিতা-মাতার একান্ত কর্তব্য ।
পক্ষান্তরে , জন্মের পর থেকে কু-শিক্ষা ( আল্লাহর নির্দেশ বিবর্জিত , কোরআন ছাড়া অন্য শিক্ষা) , কু-পরিবেশ মানুষকে অমানুষে পরিনত করে ।
“ Human activities effects on the followers character”.
এর পরও মানুষ জেনে শুনে বিষ পান করার মত , সন্তানদের সু-শিক্ষা না দিয়ে শুধুই পার্থিব জীবনে যেন-তেনভাবে অধীক আয়ের লক্ষে সেকুলার শিক্ষার প্রতি এতটাই আগ্রহ বাড়িয়ে তোলে , যাতে করে পাশা-পাশি কু-শিক্ষার দিকে ধাবিত হতে থাকে ।
সুতরাং সেই সন্তান তার / তাদের পিতা-মাতা দের পরিচর্যা না করাই স্বাভাবিক ।
আমাদের সমাজে এরকম অনেক পরিবারই দেখা যায় , যাদের সন্তানরা বিত্তশালী থাকার পরও তাদের পিতা-মাতা এক সময়ে বৃদ্ধাস্রমে আস্রয় গ্রহন করা ছাড়া আর কোন উপায় থাকে না । জরীপ করলে দেখা যায় , তাদের সিংহভাগই কোরআনের আদর্শ বিবর্জিত পরিবারে বেড়ে উঠা মানুষ ।
অপরদিকে কোরআনের আদর্শে বেড়ে উঠা পরিবারে নেহায়েত অন্য কোন দুর্ঘটনা ছাড়া এরকম দেখাই যায় না ।
তাই পরিশেষে বলতে পারি ,
Save your child ,
কোরআনের শিক্ষা দিয়ে ,
To save the parents
কোরআনের শিক্ষা নিয়ে ।
আমীন ।।
আহমেদ জাফর
বি: দ্র : দয়া করে আমার পেজের
পোষ্টগুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের
কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।
আমার পেজের লিং :
https://www.facebook.com/researchonislam/
Group : research on quran forum
আমার
Website: www.anhuibest.net
ভিজিট করে Blog এ ও
পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগকরে দিন ।
No comment