মানুষ কি আল্লাহর দেয়া শ্রেস্ট নেয়ামত বুনিয়াদী জ্ঞানটুকুও অন্যায়ের কাছে বিক্রি করে দিল ?

প্রিয় সহযাত্রীবৃন্দ ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আফসুস হে মানব জাতি , যখন দেখি মানুষ আল্লাহর দেয়া শ্রেস্ট সম্পদ বুনিয়াদি জ্ঞান বা আক্বল যা মাতৃ গর্ভে ভ্রুন সঞ্চারণ থেকে শুরু করে মৃত্যু অবদি স্থায়ী সম্পদ হিসেবে আল্লাহ একান্ত তার নিজের করে দেন , সেটুকুও অন্যায়ের কাছে বিক্রি করে দেন ।

** অপরাধ বড়াতে সহায়তা করেন ।

** মিথ্যাচারের সাথে অযৌক্তিক মিথাচার করে ও নিরাপরাধ প্রতিপক্ষ দমনে উদ্দত হয় ।

** সম্পর্কের টান স্থায়ী করার জন্য অন্যায় প্রস্রয় দিতে থাকেন ।

** স্বার্থের টানে যে কোন অন্যায় করতে কোন

অনুশোচনাও নেই ।

** দলীয় প্রভাব ও শক্তি রক্ষার্থে যে কোন অন্যায় করতে ও অন্যায়ভাবে অযৌক্তিক

সাপোর্ট দিয়ে নিরাপরাধ প্রতিপক্ষ দমনে দিশেহারা , আত্নহারা ও কখনো উল্লাসে মেতে উঠেন ।

** ঈমাম সাহেব ও চাকরী রক্ষার্থে প্রভাবশালীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয়ে নীরব থাকেন এমন কি অনুশোচনাও করেন না ।

ফলে অন্যায়ের বীজ বপন করে চলছেন ।

** কর্মচারী তার বসের নির্দেশে অন্যায় করেই যাচ্ছেন ।

** সন্তান -বাবা-মার অন্যায় এবং বাবা-মা সন্তানের অথবা স্বামী-স্ত্রী একে অপরের অন্যায়ের প্রস্রয় দেন ও পরিশেষে নিজেরাই ক্ষতি গ্রস্থ হয় ।

** উকিল -মক্কেল , বাদী -বিবাদী যে কেহ অন্যায় কাজে জড়িয়ে পড়ে এবং তাকে অন্য জন সাহস যোগান ।

** রাজনৈতিক দল মত দমনে একে অপরের অন্যায়ের প্রতিবাদ না করে অন্ধভক্তের মত সাপোর্ট দিয়ে চলেন ।

** পীর -মুরীদ , ওস্তাদ -সাগরেদ একে অপরের অন্যায় জেনেও সাপোর্ট করেন এমনকি প্রচার করেন ।

আফসোস এসকল জাহান্নামবাসির জন্য ।

১। তারা কি আল্লাহর দেয়া নেয়ামত নফসের প্রতি জুলুম করেন নি ?

২। তারা কি নিজেরা অন্যায় করে অপকর্মেও অন্যায় করতে উদ্ভুদ্ধ করে নি ?

৩। তারা কি সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টির জন্য দায়ী না ?

৪। তারা কি ভবিষ্যত প্রজন্মের অন্যায়ের জন্য দায়ী না ?

৫। তারা কি ন্যায়ের বিপক্ষে বাঁধা প্রদান করেন নি ?

৬। তারা কোরআনের বিপক্ষে অবস্থান নেন নি ?

৭। তাদের অন্যায় রায়ের মাধ্যমে কার্য করী অবিচারের জন্য দায়ী নন ? এমন কি অন্যায়ভাবে কাকেও ফাঁসি দিলে তার জন্য ও খুনের মত অপরাদ করেন নি ?

৮। অন্যায়ভাবে

বা জোরকরে সম্পদ হনন করে অর্জিত হারাম খাবার খেয়ে উদর ভর্তি করেন নি ?

৯। রাষ্ট্রীয় বা সরকারী কোন চাকুরীজীবি জনগনের টাকায় বেতন ভোগ করে পক্ষপাতিত্ব করা কি অন্যায় নয় ।

১০। রাষ্ট্রীয় কোন জনপ্রতিনিধি

( ভোটাধিকার বলে

বিজয়ী ) কারো প্রতি পক্ষপাতিত্ব ও অযাচিত সুযোগ দান করা ও কাকেও বঞ্চিত করা কি অন্যায় নয় ?

১১। কোরআনের সাথে সাংঘর্ষিক কোন আইন প্রতিপাদন করা , কোর্ট চালানো ও প্রয়োগ করা কি অন্যায় নয় ?

এত কিছুর পরে একটি কথা তো অবশ্যই জানা দরকার “অন্যায় কি”?

উত্তর : কোরআন হল আল্লাহর দেয়া দুনিয়ার মানুষের জন্য আদর্শ / Standard.

আর আক্বল হল বুনিয়াদি জ্ঞান ।

তাহলে বুনিয়াদি জ্ঞানের বিচারে কোরআনের বিরুদ্ধে চিন্তা, কাজ , পরামর্শ দেয়া সবই অন্যায় ।

সতরাং মানুষ যদি সর্বসম্মতিক্রমে এগুলো বুঝে মেনে চলত , তাহলে দুনিয়াময় শান্তির সুবাতাস বয়ে আনত , অধীক সংখ্যক লোক জান্নাত বাসী হত ।

আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দানের সহায়ক পরিবেশ গঠনে সহায়তা করুন ।

আমীন ।।

আহমেদ জাফর

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *