সন্তানের শিক্ষনের জন্য কেমন শিক্ষালয় ও শিক্ষক হওয়া চাই ?

প্রান প্রিয় পাঠক সমুদয় ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আজকের বিষয় : সন্তানের শিক্ষনের জন্য কেমন শিক্ষালয় ও শিক্ষক হওয়া চাই ?

আগেই লিখছিলাম শিক্ষার মূল উৎস বা আধার কি ? তার পরে লিখেছিলাম চরিত্র গঠনে কোন আদর্শ বা আদব অনুস্বরন করব ?

সংক্ষেপে আবারও উল্লেখ করি – জ্ঞানের মূল উৎস ৩ টি :

১। আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত স্বাধারণ জ্ঞান / আক্বল / Common Sense.

২। কোরআনের জ্ঞান ।

৩। সুন্নাহ বা হাদিসের জ্ঞান ।

এখন যাদের বা যে শিক্ষকের মধ্যে এই ৩ ধরনের জ্ঞান ও আমল নেই তারা কখনওই উত্তম চরিত্র বা আদবের হতে পারে না ।

বরং উপরের ৩ টি জ্ঞানের মূল উৎসের সাথে পার্থিব জীবনের প্রয়োজনীয় সংযোজিত জ্ঞান যাদের মধ্যে সঞ্চারিত হয়েছে তারা হতে পারে আদর্শ শিক্ষক ।

সুতরাং শিক্ষকের নিয়োগের জন্য উপরোক্ত ট্রনিং প্রাপ্ত হওয়া বান্ছনীয় ।

এবার আসি , শিক্ষালয় কেমন হওয়া চাই ?

উপরোক্ত জ্ঞানের মূল উত্সগুলো বাধ্যবাদকতা সহ অন্যান্য জ্ঞানে পরিপূর্ণ করে আদর্শ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত , সমন্বিত পরিবেশ বজায় রাখতে সক্ষম হলেই যথার্ত শিক্ষালয় সমৃদ্ধ পরিবেশ তৈরী হবে ।

আর তাহলেই আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য উত্তম শিক্ষালয়ের ঠিকানা তৈরী হবে ।

তাহলে একটু ভাবুন । বাস্তব চিত্র নীরক্ষন ক্ষনকালে মনে হবে সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা ?

এখানেও সেই মহা প্রতারক ইবলিশ আমাদের শিক্ষাঙ্গনকে ধংশ করে ফেলেছে । যা এখন ঢেলে সাজানোর জোর দাবী রাখে ।

নতুবা তেতুল গাছ লাগিয়ে মিস্টি আমের ফসল আশা করার মত বোকামি হয়ে যাবে ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *