জ্ঞানার্জনে পারিবারিক পরিবেশ ও শিক্ষা।

শ্রদ্ধেয় পাঠকবৃন্দ ,

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

নিচের ছবি দু’টির প্রতি একটু লক্ষ করলে দেখা যাবে ,

১। একটি ছবিতে পারিবারিক ভাবে কোরআন অধ্যায়ন করা হচ্ছে ।

* যার নেতৃত্ব দিচ্ছেন পরিবারের কর্তা – পুরুষ ।

* বসার আদব লক্ষনীয় । সন্তানদের সামনে বাবা – মায়ের বসার অবস্থান ও লক্ষনীয় ।

* কোরআন শিক্ষার নিয়মানুবর্তিতা ।

* যার দ্বারা একটি সন্তান সহজেই পারিবারিক মূল্যবোধ, আদব কায়দা , চরিত্রবান হতে বাধ্য ।

* এই পরিবারের কোন সন্তান সহসাই পরিবার , সমাজ ও দেশের কল্যান হয়ে আনবে ।

২। ২য় ছবিতে একটি পরিবার পারিবারিকভাবে একত্রে বসে নাটক / ছবি উপভোগ করছেন ।

* যার নেতৃত্বে পরোক্ষভাবে পরিবারের মা আছেন ।

* বসার আদব লঙ্ঘিত হয়েছে ।

* শিক্ষার নামে কুশিক্ষা লাভ করছে ও পরিবারের কলহের বীজ বোমা হচ্ছে ।

* আদর্শ মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে ।

এখন দেখুন ২য় ছবির রূপ সারা বিশ্বে পরিলক্ষিত হলেও , ১ম ছবির রূপ নিত্যান্তই বিরল ।

এমনকি পরিবারে কেহ কোরআন স্টাডি শুরু করলেও তাকে সহযোগীতা না করে বরং বিরক্তির ভাবও প্রকাশ পায় ।

মনের অজান্তেই কোন অধ্যায়নরত ব্যাক্তির তোয়াক্কা না করেই নিজেদের মধ্যে অন্যান্য আলাপচারিতা ও ফোনালাপ করতে থাকেন ।

কোন কোন ক্ষেতে তাকে নিয়ে সমালোচনাও করে থাকেন ।

যারা এরুপ আচারন করছেন তারা হয়ত জানেনই না যে আপনি কত বড় কবীরা গুনাহ করছেন ।

নিজে বুঝে কোরআন না পড়া সবচেয়ে কবীরা গুনাহ । উপরন্তু অন্যকে অধ্যায়নরত অবস্থায় অসহযোগীতা করা ও কবীরা গুনাহ।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দানে সহযোগীতা করুন ।

সবাইকে লিংক শেয়ার করে দাওয়াত করার চেষ্টা করি ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *