কোরআন কিভাবে পড়লে নেকী পাওয়া যাবে তা বলা হয় নি ।
নিচের পোষ্টটি আমার দৃষ্টির আটকিয়ে গেল ।
পোষ্টগুলো নিত্বান্ত সস্তা হয়ে গেল ।
কোরআন কিভাবে পড়লে নেকী পাওয়া যাবে তা বলা হয় নি ।
এখানেই ইবলিস আমাদের ধোকা দিয়ে কোরআন অধ্যায়ন থেকে দুরে ঢেলে দিয়েছে ।
মূলত : হেফজ বা তেলায়াত প্রতিযোগিতা ছাড়া ইচ্ছা করেই বা তাচ্ছিল্য করে কোরআন অর্থ না বুঝে পড়েন তাহলে কোন নেকী তো হবেই না বরং পাপের ভাগী হবেন ।
কি চমকে গেলেন ?
না কি আমার উপর চটে গেলেন ?
কিন্তু কেন আমি তো আপনার শত্রু নই !
আমি তো কোন স্বার্থের জন্য কোন একজনের উদ্দেশ্যে লিখি না । বরং দুনিয়ার সকল মানবের কল্যানের জন্য অধ্যায়ন করে লিখি ।
আমিও তো কিছু ভূল করতে পারি । যদি কোন ভূল মনে হয় যৌক্তিক ভাবে কোরআনের আলোকে সংশোধন করে দিবেন ।
বলুনতো দুনিয়ার কোন পাঠ্যসূচি, নোভেল-উপন্যাস , মনীষীদের বানী বা হাদিস অর্থ না বুঝে পড়া হয় ?
একটিও না ! তাই না ?
তাহলে ইবলিস কি আমাদের ধোকা দিয়ে আমাদের কোরআনের অর্থ বুঝে না পড়ার জন্য এভাবে উদ্ভুদ্ধ করে নি ??
নিশ্চয়ই করেছে এবং করছে যেমনটি শুরু করেছে আমাদের আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া ।
তাই আসুন সঠিক কথা চিন্তা করি ।
আগে কোরআন পড়তে শিক্ষি ,
অর্থ বুঝার চেষ্টা করি ।
চিন্তা করি কখন , কোন অবস্থার প্রক্কালে আল্লাহ কোন আয়াত নাযিল করেছেন ?
আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কি মেসেস দিয়েছেন ?
আমরা তা কতটুকু মানি বা বাস্তবায়ন করছি ?
আমরা তা পালন করতে কোন বাঁধার সম্মূখিন হচ্ছি কিনা ? ইত্যাদি ।
তাহলে আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না বরং নেকী বা সওয়াবের অধিকারী হবেন ।
No comment