আলেম বলতে কি বুঝায়?

এক ভাই স্যোসাল মিডিয়ায় প্রশ্ন করেছেন , “আলেম বলতে কি বুঝায় ?”

তাই প্রশ্ন দাতাকে ধন্যবাদ দিয়ে একটু স্বচ্ছ ধারনা দেয়ার চেষ্টা করছি , ইনশাআল্লাহ ।

عالم আরবী শব্দ । অর্থ জ্ঞানী ।

এখন জ্ঞানী হতে হলে তাকে জ্ঞানের মূল উৎস কোথায় তা জানতে হবে । যেমন টাকা আয় করতে হলে টাকার উৎস কোথায় তা আগে জানতে হবে ।

এবার শুনুন –

জ্ঞানের মূল উৎস তিনটি :

১। আক্বল / Common Sense বা আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত স্বাধারণ জ্ঞান , যা প্রতিটি প্রানীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামীন রুহু সঞ্চারণের পরে প্রানীর মাথার অগ্রভাগের সঞ্চারন করেন ।

এটাও আবার জিন এর উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয় ।

যেমন সব শিশু জন্মগত ভাবেই একই রকম জ্ঞানের অধিকারী হয় না ।

২। কোরআনের বা আল্লাহর নাযিলকৃত প্রমানিত জ্ঞানের উৎস ।

৩। কোরআন এর বিষদ বিশ্লেষণ / ব্যাখ্যা কারী সুন্নত বা হাদীসের জ্ঞান ।

এছাড়াও আমরা পার্থিব জীবনে , বিজ্ঞান , গনিত সহ বিভিন্ন বিষয়ে অধ্যায়ন করি যা কোরআন ও সুন্নাহ কে বুঝতে আরো সহজ করে তুলে ।

তাহলে বলতে পারি আক্বল এর সাথে কোরআন , সুন্নাহ সহ পার্থিব জীবনে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন কারীকে আলেম বলে ।

আশা করি বুঝতে কষ্ট হওয়ার কথা নয় ।

কারো কোন ভিন্ন মত থাকলে কমেন্ট করবেন ।

https://www.facebook.com/researchonislam

এই লিংকে গিয়ে লাইক দিয়ে পড়ুন । এসম্পর্কে লিখা আছে ।

আমীন ।।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *