“اقل”/ আক্বল বা আল্লাহ প্রদত্ত Common Sense এর ব্যবহার।
“আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “
আমরা অনেকেই Common Sense ও General Sense এর পার্থক্য ও ব্যবহার বুঝি না বা একই মনে করে আর চিন্তাও করি না ।
দেখুন – আক্বল হল , আল্লাহ প্রদত্ত Common Sense যাহা সকল প্রানী দেহে রুহু সংযোজনের পরেই আল্লাহ Mind set up করে দেন । যাহার অস্তিত্বের মাধ্যমে আমরা নফস এর অস্তিত্ব ফিরে পাই ।
ধরুন একটি পিপড়া কি খাবে ? কিভাবে চলবে ?
কি আচারণ হবে ইত্যাদি আল্লাহ আক্বলের মাধ্যমে তার মাইন্ড সেট আপ করে দিয়েছেন ।
মানুষ ও এই ধারাবাহিকতার বাহিরে নয় ।
অন্যভাবে বললে বলা যায় , আক্বল হল ইসলামের ঘরে আল্লাহর নিয়োজিত / নিয়োগপ্রাপ্ত দাড়োয়ান ।
কারণ আমরা যদি আমাদের আক্বলের সদ্যাবহার করি , তাহলে যখনই আমরা ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে উদ্দ্যত হই , তখনই আক্বল আমাদের বাঁধা দিয়ে থাকে বা আমরা আক্বল দ্বারা জিজ্ঞাসিত হই ।
ধরুন , আমাদের বাবা-মা , বড় ভাই তুল্য কেহ , কোন পীর মান্যবর , কোন নেতা সে যেই হোক , তারা কেহ যদি কোন অন্যায় কাজ করেন বা আমাদের করতে বলেন বা জোর করেন , আক্বল কিন্তু সর্ব প্রথম আমাদের চেতনা জাগায় ।
তখন আমাদের দুটি পথ হয়ে যায় ।
১। আক্বলের তথা আল্লাহর প্রতি আস্থা রেখে অবস্থা বিচারে হিকমত কাজে লাগানো ।
যেমন : তাকে বুঝাতে পারি । এড়িয়ে যেতে পারি । জনমত ভারি হলে তাকে হেদায়তের জন্য আল্লাহর নির্দেশে ব্যবস্থা নিতে পারি ।
তাহলে আমরা ও কামিয়াব হব আর তিনি ও কামিয়াব হবেন । সেই সাথে তাঁর ও আমাদের সকলের ভবিষ্যত প্রজন্ম ভূলের মাসুল থেকে বেঁচে যাবে ।
২। যদি অন্যায় জেনেও আক্বলের প্রতি অনাস্থা রেখে অন্যায় মেনে নেই তাহলে সকলেই পাপি হব ও সকলের ভবিষ্যত প্রজন্ম ভুল পথের দিশারী হওয়ার জন্যও শাস্তি ভোগ করতে হবে ।
সতরাং যেকোন কাজ করা বা মানার আগে আক্বলের ব্যবহার অত্যাবশকীয় ।
একটি কথা আক্বল দিয়ে বিশ্বাস করতেই হবে ।
দুনিয়াতে কোরআন একমাত্র কিতাব যাতে কোন ভুল নেই এমনকি কোন সন্দেহও নেই । সূরা বাকারা ২ নং আয়াত ।
তাই আল্লাহর দেয়া আক্বল শানিত বা পরিপক্ব করার জন্য মানব জাতীর উদ্দ্যেশে যুগে যুগে নবী রসূলগনের প্রতি বায়্যিনাত বা প্রকাশ্য দলীল আসমানী কিতাব নাযিল করেন ।
কোরআন হল তার মধ্যে সবচেয়ে নির্ভূল আসমানী কিতাব । এখন যেহেতু কোরআন আরবীয়দের বুঝার সুবিধার জন্য আরবী ভাষায় নাযিল করা হয়েছে ।
তাই এর তরজমা ও তাফসীর কারকগন যুগের বিবর্তনে জ্ঞানের সীমাবদ্ধতা থাকায় , আধুনিক যুগে আমাদের চিন্তার আলোকে সংস্কার করে বুঝা ও বুঝানো দরকার বলে মনে করি ।
তাই যুগের আলোকে কোরআন অধ্যায়ন করার মত ফরজ কাজটি করার জন্য সকল মানব জাতীর প্রতি উদাত্ত আহবান করছি ।
এ ব্যাপারে প্রয়োজন হলে Online এ ফ্রী কোরআন শিক্ষা কোর্স চালু আছে সেখেনে যুক্ত হতে পারেন । প্রয়োজনে আমিও চালু করব ।
আল্লাহ আমাদের সহায় হোন ।
আমীন ।।
জাফর আহমেদ
No comment