আডমিন পরিচিতি ও উদ্দেশ্য।
প্রশ্ন : সাধারণ শিক্ষায় শিক্ষিত ও নিত্যান্ত পেশাজীবি সাধারণ মানুষ হয়েও কেন এত বড় মহান কাজের উদ্দ্যোগ নিলাম ?
শ্রদ্ধেয় ভিউয়ারস, ফলোয়ারস ও অন্যান্য মানব জাতী ,
আস্সালামু আলাইকুম ও রাহমাতুল্সাহ । আরবী ভাষা বা কোরআনের তরজমা তাফসীর রহস্য উদঘাটনের বিষয়ে আমি কোন পন্ডিত নই ।
তার পরেও নিত্যান্ত একজন সাধারন মানুষ হয়েও ইসলাম তথা কোরআন রিসার্স নিয়ে কেন লেখা-লেখি বা স্যোসাল নেটে পোষ্ট দিতে আরম্ভ করলাম তা আপনাদের জানানো দরকার বলে মনে করছি ।
আমি ক্লাস ফাইভ পাশ করার পরেই বাবা আমার সেজে ভাই মাওলানা মো: ফরিদ উদ্দিন সাহেবের সাথে একত্রে ১৯৭৫ সালে খুলনা আলিয়া মাদ্রাসায় ইসলামী শিক্ষা ব্যাবস্থায় মানুষ হওয়ার জন্য ভর্তি করে দেন । সেখান থেকে ১৯৮২ সালে দাখিল পাশ করার পরে ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে আলিমে ভর্তি হই ।
কিন্তু কোন এক জিদের বশে একাই সিদ্ধান্ত নিয়ে পরিবারের অবাধ্য হয়ে ১৯৮৩ সালের জুলাই মাসের ১৯ তারিখে বেশ কষ্ট করে প্রি টেস্টের ১৯ দিন আগে তুষখালী হাই স্কুলে ভর্তি হয়ে ১৯৮৪ সালে এস এস সি পাশ করি এবং ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অনুকুলে পাশ কোর্সে বি এস সি পাশ করি ।
তখন থেকেই কর্ম জীবন শুরু করতে হয় । জীবনের গাইড বলতে নিজেই । তদপরবর্তিতে কোচিং সেন্টা , শিক্ষকতা ও পরে ১৯৯০ সালের মে মাসের ৫ তারিখে ঢাকায় এসে একে একে বিভিন্ন বেসরকারী চাকুরী করে ২০০০ সালের জুলাই মাসের ৩১ তারিখে লিনমার্ক নামীয় একটি বিদেশী বায়িং হাউস থেকে সেচ্ছায় অব্যহতি দিয়ে ব্যবসা শুরু করি ।
২০০১ সালের জুলাই মাসের ১২ তারিখ হংকং য়ে গিয়ে নিজেই অফিস ও বাসা নিয়ে কোম্পানী করে ব্যবসা শুরু করি । সেই থেকে হংকং – চায়না – বাংলাদেশে বিভিন্ন রকম ব্যবসা করে আসছি ।
কিন্তু করোনার জন্য ২০২০ সালের ২৪ তারিখে ৭ দিনের চিন্তা করে ঢাকায় এসে অধ্যাবদি ঢাকায় অবস্থান করি ।
মাদ্রাসায় পড়ার কারনে আগে থেকে ধর্মের প্রতি অনুরাগ থাকলেও ব্যাস্ততার জন্য অনেক সময়ে ততটা
কোরআন অধ্যায়ন করা হত না । করোনা প্রক্কালে ছেলেকে নিয়ে রীতি মত বাসায় জামায়াতে নামাজের ব্যাবসা করি ও সময় পেলেই অর্থসহ কোরআন পড়া শুরু করি ।
দীর্ঘদিন চর্চা না থাকার পরেও কিছু দিন পড়ার পরে বেশ বোধগম্য হচ্ছে বলে পড়তে ভাল লাগা শুরু হল ।
এর পরে QRF এর সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত গবেষনা মূলক কোরআন তাফসীর শুনে প্রফেসর ডা: মো: মতিয়ার রহমান স্যারের দ্বারা আরো বেশী আনুপ্রানীত হলাম এবং পেজ খুলে প্রতিনিয়ত পেজে লেখা লেখি করি ।
তাই আমার লেখায় ভূল থাকা খুবই স্বাভাবিক ।
সুতরাং সবার প্রতি অনুরোধ আমাকে ভূল সুধরিয়ে দিন। কমেন্ট করুন ও শুদ্ধ করে সর্বত্র ছড়িয়ে দিন যাতে মানব জাতি পরিশুদ্ধ হতে পারে ।
আমীন
জাফর আহমেদ
No comment