ইবলিশ ইচ্ছা করলেই যাতে পৃথিবীর নিকটবর্তী আকাশ ভেদ করে…

সূরা সাফ্ ফাত , আয়াত নং ৬-১০ ।

আকাশ থেকে আমরা মাঝে মধ্যে উল্কা পিন্ড খশিয়া পড়তে দেখি , যার সঠিক কারন বা বিবরণ কোথাও চোখে পড়ে নি ।

অথচ আল্লাহ সুবহানু তায়ালা তাঁর মহাগ্রন্থ কোরআনে স্পস্ট করেছেন ।

এখানে ইবলিসের চলার পথও সীমাবদ্ধ করে দিয়েছেন ।

ইবলিশ ইচ্ছা করলেই যাতে পৃথিবীর নিকটবর্তী আকাশ ভেদ করে যাতে উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবন করতে না পারে সেজন্য :

১। নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সূষমা দ্বারা সুশোভিত করিয়াছেন ।

২। উর্ধ্ব জগতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে তাহাদের প্রতি ( প্রত্যেক বিদ্রোহী শয়তান ) সকল দিকথেকে নিক্ষিপ্ত হয় অবিরাম শাস্তি ।

৩। এর পরও যদি হঠাৎ কেহ কিছু শুনিয়া ফেলে , তাহলে জ্বলন্ত উল্কাপিন্ড তাহার পশ্চাদ্ধাবন করে ।

এটাই সেই উল্কাপিন্ড ।

এবার ভাবুন ,

শয়তান / ইবলিশ নূর / আগুনের তৈরী ,

তাকে ধাওয়া করার জন্য আল্লাহ সুবহানু তায়ালা

উল্কাপিন্ড নিক্ষিপ্ত করছেন ।

আমরা বলি যেমন কুকুর , তেমন মুগুড়। আল্লাহর বিচার এমনই ।

কারো প্রতি অতিরিক্ত জুলুম নয় আবার অন্যায় কারীকে ছেড়েও দেন না ।

তাই সবাই একটু ভাবুন । স্রস্টার সৃস্টি , কৌশল , বিচার ইত্যাদি ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *