FILE PHOTO: Syrian Democratic Forces and U.S. troops are seen during a patrol near Turkish border in Hasakah, Syria November 4, 2018. REUTERS/Rodi Said/File Photo - RC168C16A430


মুসলিম জাতিকে ইবলিশ ও তার দোষররা তথ্য প্রযুক্তির অন্তরালে রেখে , জঙ্গি , সন্ত্রাসী সহ নানা অভিযোগে অভিযুক্ত করে।

“শান্তি প্রিয় মুসলিম জাতিকে ইবলিশ ও তার দোষররা তথ্য প্রযুক্তির অন্তরালে রেখে , জঙ্গি , সন্ত্রাসী সহ নানা অভিযোগে অভিযুক্ত করে উলঙ্গ করার মত অসন্মান করে রেখেছে “।

দেখুন তার প্রকৃত চিত্র :

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:

১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)

২। ডেনমার্ক (খ্রিস্টধর্ম)

৩। ইতালিয়ান (খ্রিস্টান)

৪। জার্মান (খ্রিস্টান)

৫। ফ্রেঞ্চ (খ্রিস্টধর্ম)

৬। নরওয়ে (খ্রিস্টান)

৭। বেলজিয়াম (খ্রিস্টান)

৮। স্প্যানিশ (খ্রিস্টধর্ম)

৯। ইউকে (খ্রিস্টধর্ম)

১০। ফিনল্যান্ড (খ্রিস্টান)

বিশ্বের সর্বোচ্চ চুরির হার:

১। ডেনমার্ক এবং ফিনল্যান্ড (ক্রিশ্চিয়ান)

২। জিম্বাবুয়েয়ান (খ্রিস্টান)

৩। অস্ট্রেলিয়া (খ্রিস্টান)

৪। কানাডা (খ্রিস্টান)

৫। নিউজিল্যান্ড (খ্রিস্টান)

৬। ভারত (হিন্দু ধর্ম)

৭। ইংল্যান্ড এবং ওয়েলস (ক্রিশ্চিয়ান)

৮। ইউএস (খ্রিস্টান)

৯। সুইডেন (খ্রিস্টান)

১০। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্টধর্ম)

পৃথিবীর সর্বোচ্চ অ্যালকোহল আসক্তি:

১। মোল্ডোভিয়া (খ্রিস্টান)

২। বেলারুশিয়ান (খ্রিস্টান)

৩। লিথুয়ানিয়া (খ্রিস্টান)

৪। রাশিয়া (খ্রিস্টান)

৫। চেক প্রজাতন্ত্র (খ্রিস্টান)

৬। ইউক্রেনীয় (খ্রিস্টান)

৭। অ্যান্ডোরা (ক্রিশ্চিয়ান)

৮। রোমানিয়া (ক্রিশ্চিয়ান)

৯। সার্বিয়ান (খ্রিস্টান)

১০। অস্ট্রেলিয়া (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার:

১। হন্ডুরাস (খ্রিস্টান)

২। ভেনেজুয়েলা (খ্রিস্টান)

৩। বেলিজ (খ্রিস্টান)

৪। এল সাভাদর (খ্রিস্টান)

৫। গুয়াতেমালা (খ্রিস্টান)

৬। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্টধর্ম)

৭। সেন্ট কিটস এবং নেভিস (ক্রিশ্চিয়ান)

৮। বাহামা (খ্রিস্টান)

৯। লেসোথো (ক্রিশ্চিয়ান)

১০। জামাইকা (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল:

১। ইয়াকুজা (কোন ধর্ম নেই)

২। আগ্বেরাস (খ্রিস্টান)

৩। ওয়াহ সিং (খ্রিস্টান)

৪। জামাইকা বসএঁ (খ্রিস্টান)

৫। প্রাইমেরো (ক্রিশ্চিয়ান)

৬। দ্য আরিয়ান ব্রাদারহুড (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বড় মাদক দল:

১। পাবলো এসকোবার – কলম্বিয়া (খ্রিস্টান)

২। আমাদো ক্যারিলো – কলম্বিয়া (ক্রিশ্চিয়ান)

৩। কার্লোস লিডার জার্মেন (খ্রিস্টান)

৪। গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো – কলম্বিয়া (খ্রিস্টান)

৫। জোয়াকুইন গুজম্যান – মেক্সিকো (ক্রিশ্চিয়ান)

৬। রাফায়েল ক্যারো – মেক্সিকো (ক্রিশ্চিয়ান)

অথচ বলা হয় ইসলাম এবং মুসলমানরা পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণ এবং তারা চায় সবাই যেন তাই বিশ্বাস করে ।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু কে করেছে?

মুসলিমরা নয়..

কে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে?

মুসলিমরা নয়..

কে প্রায় ২০ মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে হত্যা করেছে?

মুসলিমরা নয়..

জাপানে নাগাসাকি এবং হর্শিমা কে বোমা ছুড়েছে?

মুসলিমরা নয়..

দক্ষিণ আমেরিকায় প্রায় ১০০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে ?

মুসলিমরা নয়..

উত্তর আমেরিকায় প্রায় ৫০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে?

মুসলিমরা নয়..

আফ্রিকা থেকে ১৮০ মিলিয়নেরও বেশি আফ্রিকানকে যারা অপহরণ করেছিল, তাদের মধ্যে 88 % মারা গেছে এবং সাগরে নিক্ষিপ্ত হয়েছে? কে করেছে এ কাজ

মুসলিমরা নয়..

সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদের সূচনা মুসলিমদের দ্বারা হয়নি অথচ সংজ্ঞায়িত করা হচ্ছে ।

অমুসলিম সন্ত্রাসী কাজ করলে অপরাধ,

কিন্তু মুসলিম করলে সন্ত্রাস..

এ এক সুপরিকল্পিত ষড়যন্ত্র ।

-সংগৃহীত।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *