দোয়া কবুলের শেষ সময় ও আমাদের করনীয়।

“ আমরা হয়ত অনেকেই জানি রুহু যতক্ষণ গলনালী পর্যন্ত এসে যায় বা গড়-গড়া করার পূর্বমুহুর্তে যদি নফস সচল থাকে তখন পর্যন্ত মহান রব্বুল আ’লামীন তওবা ক্ববুল করেন “।

কিন্ত প্রচলিত নিয়মানুযায়ী আমাদের যে কোন আত্নীয় , অনাত্নীয় বা যে কেহ মারা যাওয়ার পরে তার জন্য জান্নাত বা মাগফিরাত কামনা করি ।

তাহলে আল্লাহ প্রদর্শিত নিয়মের সাথে আমাদের প্রচলিত নিয়মে বেশ ব্যাতিক্রম লক্ষ্য করা যায় ।

এ সম্পর্কে আল্লাহ জান্নাত লাভের জন্য বান্দার প্রতিযোগিতা করতে নির্দেশ দিয়েছেন । যার দ্বারা সৎকর্ম , আমল, ন্যায় বিচার , আক্বলের সদ্যাবহার ইত্যাদি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন ।

তাই সকল মানব কুলের জন্য আহবান সময় থাকতে যখনই আপনার চেতনাবোধ বা নফস সচল হয় / আল্লাহর দিকে রুজু হয় তখনই তওবা করে নিজেকে পরিশুদ্ধ করুন ।

আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও দয়ালু ।

মুসলিম ভাইদের প্রতি আহবান কারো প্রতি ধিক্কার নয় বরং আপনার কোরআনের আলেখ্যে মানবীয় আচারণ বজায় রাখুন যাত করে বিপথগামীরা আপনাকে অনুস্বরণ করতে আনুপ্রানীত হয় ।

আমীন ।

আহমেদ জাফর

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *