মানব সৃস্টির ঘটনা ও উদ্দেশ্য।
সূরা সাদ : আয়াত নং ৭১ থেকে ৮৮ এর আলেখ্যে ।
আল্লাহ সুবহানু তা’য়ালা কর্দম / মাটি দ্বারা মানব সৃস্টির প্রত্যয় ফিরিস্তাদের সাথে ব্যাক্ত করিয়া বলেছিলেন , দেহ
সুষম করিবার পরে রুহু সঞ্চার করা হলে তোমরা আদমকে সিজদা করিবে ।
নুরের তৈরী অহংকারী ইবলিশ ব্যাতীত সকলেই সিজদা করিল । ফলে ইবলিশ বিতাড়িত ও লা’নত প্রাপ্ত হইয়া কিয়ামত বা উত্থান দিবস পর্যন্ত অবকাশ প্রাপ্তদের অন্তরভুক্ত হল।
ইবলিশ আল্লাহর ক্ষমতার শপথ দিয়া মানব জাতীকে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করিবার অঙ্গীকার করিল ।
তবে মানবের মধ্যে যারা আল্লাহর একনিষ্ট বান্দা তাদেরকে ব্যাতিরেকে ।
এখানেই মূল রহস্য লুকায়িত যে ইবলিশ আল্লাহর ক্ষমতায় ভীত হয়ে যারা আল্লাহর উপর পূর্ন ঈমান ও মুত্তাক্বী হবেন , আল্লাহর ক্ষমতার ভয়ে তাদেরকে পথভ্রষ্ট করিবার চেষ্টা ও করা হবে না ।
পক্ষান্তরে আল্লাহ ইবলিশ ও ইবলিসের দোষরদের দ্বারা জাহান্নাম পূর্ন করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করিলেন ।
তাই বিশ্বমানকুলের প্রতি আহবান ইবলিসের দোষর হয়ে থাকবেন না কি আল্লাহর অনুকুল্য লাভের জন্য মগ্ন থাকবেন ?
উদ্দ্যেস্য : শুধু ইবাদাতেরই নয় বরং মানুষ মানুষের সহযোগীতা করা মানব সৃস্টির উদ্দেশ্য যে গুনে ফিরিস্তারা গুনান্বিত নয় ।
আমীন ।
আহমেদ জাফর
No comment