কোরআনের তরজমা ও তাফসীরের শতশত বছর পরেও কেন অসংগতি নিয়ে লিখতে শুরু করলাম ?
প্রিয় ইহলৌকিক জীবনের সহযাত্রীবৃন্দ ,
السلام عليكم ورحمة الله وبركاته
খুব যুক্তি সংগত একটি প্রশ্ন উৎক্ষাপন করা হল ? আবার এও মনে হতে পারে যে , আগে যারা তরজমা ও তাফসীর করেছেন , তারা কি ভূল ছিল ?
না, তারা যে সম্পূর্ণ ভুল তা বলার কোন যুক্তি নেই বরং মনে রাখতে হবে আল্লাহ সুবহানু তা’য়ালা মানুষকে যুগের আলোকে গবেষণা করে কিয়ামত পর্য়ন্ত জ্ঞানের উৎকর্শ চালু রাখার বিধান ও অতাৎক্ষনিক প্রকৃয়া চালু রেখেছেন বিধায় প্রকৃতি ও বিজ্ঞানের ধারায় যেমন নতুন নতুন গবেষণালব্দ আবিস্কার অব্যাহত রয়েছে যা আগে আবিস্কৃত হয়নি ,
ঠিক তেমনি গভীর গবেষনার মাধ্যমে কোরআনের তরজমা ও তাফসীরের মাধ্যমে ভাব গম্ভীর ও শব্দ চয়নের দ্বারা অনুসৃত তরজমা ও তাফসির সংস্কারণের ধারাবাহিকতা অব্যহত রাখতে সক্ষম হলে , তারা একদিকে যেমন যুক্তি যুক্ত হবে , অন্য দিকে তা মানুষেরও বোধগম্য
হবে বিধায়, মানুষ তা সহজে ধারণ করতে পারবে ।
তাই এই মহতি উদ্দোগের বোঝা মাথায় নিয়ে প্রথমে লিখতে শুরু করলাম ।
এ সম্পর্কে সূরা বাকারা ২/১৭০ ও মায়েদা ৫/১০৪ এ উল্ল্যেখ আছে :
“ যখন তাহাদিগকে ( কাফিরদের ) বলা হয় , ‘আল্লাহ যাহা
( কোরআন ) অবতীর্ন করেছেন তোমরা তাহা অনুসরণ কর’, তারা বলে , ‘না , বরং আমরা আমাদের পিতৃপুরুষদিগকে যাহাতে ( কোরআন বিরোধী যে সকল কর্মে ) পাইয়াছি তাহার অনুসরণ করিব ।’ ( আল্লাহ বলেন )
এমন কি , তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তারা সৎ পথেও পরিচালিত ছিল না , তথাপিও?
তাহলে এ আয়াত দ্বারা স্পস্টত পিতৃপুরুষগণ তথা পূর্বেকার মানষ যদি ভুলের উপরে চলতে থাকে , আমরা তা অব্যাহত রাখতে পারি না ।
তাই জ্ঞানের উৎকর্শ সাধনে আমার একান্ত অনুরোধ :
১। আমরা যেন কেহ কাহাকেও তুচ্ছ্ব না ভাবি
এবং পিছনে সমালোচনা না করি । বরং গভীরভাবে পড়ে সবাই যৌক্তিক মতামত নিয়ে কমেন্ট করলে আমি আরো উৎসাহ ও সতর্ক হতে পারব ।
২। আপনাদের প্রতিটি কমেন্ট এক একটি স্বাক্ষী যা না পড়লে বা না জানলে দেয়া যায় না । অর্থাৎ আপনাদেরও জ্ঞানের উ্ৎকর্শ হবে ইনশাআল্লাহ ।
৩। প্রত্যেকেই চেষ্টা করুন তার কাছের লোকজনকে পেজে লাইক দিয়ে পড়তে সহায়তা করতে এবং এভাবে প্রতি ১০০ জনের জন্য এক একটি সেকশন হলে , যদি প্রয়োজন হয় , তাদের নিয়ে অনলাইনে যুক্ত হতে ও কোরআন শিক্ষা , তরজমা, তাফসি ও মতামত শেয়ার করে আরো পরিপক্ক হতে পারবেন ।
যেন ঘরে ঘরে কোরআনের শিক্ষক তৈরী হয়ে যায় । ইনস্যশাআল্লাহ ।
আমীন ।।
আহমেদ জাফর
Note : Please read it carefully and drop your personal valued comment to lift up the human nation . https://www.facebook.com/researchonislam/
No comment