মানুষ মানুষে বিভেদ ক্রমবৃদ্ধির পরেও কি বলব সভ্যতার মান দন্ডের সূচকে মানুষ এখন ঊর্ধমূখী না কি নিম্ন মূখী ?

প্রিয় ইহলৌকিক জীবনের সহযাত্রীবৃন্দ ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আমরা কম-বেশী সকলেই সেকেলের অন্ধকার যুগ তথা বর্বর যুগের উদাহরণ টেনে বলি আমরা এখন আগের তুলনায় সভ্য ।

বলা যেতে পারে যে, মু: স: এর উপর কোরআন নাযিল হওয়ার আগের যুগকেই মূলত অন্ধকার যুগ বা أيام جهليات বলা হত ।

কোরআন নাযিল হওয়ার পর তথা মু: স: কে বিশ্ব মানবের জন্য শিক্ষক হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত করা বা রিসালাত প্রদান করার মধ্য দিয়ে সভ্য যুগের প্রবর্তন শুরু হয় ।

শুরু হয় মু: স: কে প্রশিক্ষন দেওয়ার মধ্য দিয়ে মানব জাতিকে শিক্ষা দেওয়া :

১। সূরা আলাক, আয়াত ১-৫ : আল্লাহ মানুষকে ইলহামের জগতে কলমের সাহায্যে শিক্ষা দেয়ার কথা উল্লেখ করেছেন ।

এটাই মানুষের প্রথম বা বুনিয়াদি জ্ঞানের সম্ভার আক্বল বা common Sense.

২। স্বাধারণ জ্ঞান ও বিশেষ জ্ঞান : বলা বাহুল্য আল্লাহ রব্বুল আ’লামীন যুগে যুগে যত নবী ও রসূলের আগমন ঘটাইয়াছেন তার সবই স্ব-স্ব যুগের ও গোত্রের সামাজিকভাবে মধ্যবর্তী মান দন্ডের মধ্য হতে যাকে পছন্দ করেছেন তাকেই নবুয়্যত বা রিসালাত দিয়েছেন ।

( সূরা জুমু’য়াহ , আয়াত ২ এবং সূরা বাক্বারা আয়াত -২/১৫১ )

ঠিক তেমনি যাকে ইচ্ছা ইচ্ছা তিনি বিশেষ জ্ঞান ও হিকমত দান করেন ।

সবার বাকারা , আয়াত -২/২৬৯

“ يوءتي الحكمة من يشاء…”

এবং রাসূলদের মাধ্যমে মানবকে শিক্ষাদানের লক্ষ্যেই মূলত কিতাব তথা সর্ব শেষ কিতাব কোরআন নাযিল করেছেন ।

সূরা আল্ আরাফ , আয়াত ৫২ :

ولقد جءناهـم بكتاب فضلنه علي علم …

“ অবশ্য আমি তাদেরকে পৌছিয়েছিলাম এমন এক কিতাব যা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম “।

মূলত এই জ্ঞান গর্ব কিতাব একমাত্র মানবকে শিক্ষা দেয়ার জন্য তথা মানবকে সভ্য করে আল্লাহর উদ্দেশ্য সাধনের জন্য সৃস্টি করা হয়েছে।

কিন্তু আফসোস সেই মানব জাতির জন্য যারা :

১। কোরআনের ক্বদর বুঝল না ।

২। কোরআন অধ্যায়ন করল না ।

৩। যারা অধ্যায়ন কারীদেরও ক্বদর বা সন্মান করতে জানল না ।

৪। যারা রীতিমত অধ্যায়ন করার জন্য কোন পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করল না ।

৫। যারা অধ্যায়ন কারীদের উপর মিথ্যারোপ করে জুলুম করছে ।

৬। যারা অধ্যায়নকারীদের সন্মান না করে ঈর্ষান্বিত হয়ে হিংস্র দানবের মত আচারণ করেন ।

তাই স্বভাবতই প্রশ্ন দানা বেঁধে উঠে :

১। মু: স: এর রিসালাতের ১৪১১ পর আমরা কি সভ্যতার মান দন্ডের সূচক ঊর্ধ মূখী < নাকি নিন্ম মূখী > ?

২। আমরা কি জাতিগতভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছি না কি বর্বরতার কুশিক্ষায় শিক্ষালাভ করছি ?

৩। যদি সভ্যতার মানদন্ডে নিম্নমূখী হয় তাহলে কি আমরা এত দিনে আবার আইয়ামে জাহিলিয়াতের যুগের অবতারনা করিনি ?

৪। যদি তাই হয় , তাহলে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কি শিক্ষার অবতারনা করে যাচ্ছি ?

জাতিগতগত ভাবে সকলের মতামতের জন্য প্রশ্নগুলো উন্মুক্ত করা হল । দয়া করে সবাই কমেন্ট করুন । আপনার মূল্যবান ও জ্ঞান গর্ব কমেন্ট হতে পারে মানবজাতির জন্য পরিত্রানের উপায় ।

আমীন ।।

আহমেদ জাফর

Note : Please read it carefully and drop your personal valued comment to lift up the human nation .

https://www.facebook.com/researchonislam/

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *