জালিমরা ( Cruel ) কি জানে মজলুমদের ( Oppressed ) জন্য আল্লাহ কত রকম নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন ?
প্রিয় মানব সমুদয় ,
السلام عليكم ورحمة الله وبركاته
একটু গভীরভাবে চিন্তা করি। যেহেতু আমাদের সকলেরই আদি পিতা ও মাতা এক , সেই হিসেবে সবাই কোন না কোনভাবে আত্নীয়তার সম্পর্কে আবদ্ধ ।
কিন্তু সেই সম্পর্ক যতটা অতীত হতে থাকে, ততই যেন সম্পর্কে ভাটা পরতেই থাকে । সেই সাথে মনের অজান্তেই জাতি, ধর্ম, দেশ , নীতি এবং সর্বপরি স্বার্থের বিবেচনায় মনের অজান্তেই শত্রুতায় পরিনত হয় ।
তখন শুরু হয় দম্ভ ও ক্ষমতার দাপটে কেহ জালিম হওয়ার প্রকৃয়া আর প্রতিপক্ষ অপেক্ষকৃত দুর্বল মজলুমের উপর সীমাহীন অত্যাচার ।
কিন্তু সেই জালিমরা তখনও চিন্তা করে না যে মজলুমরাও একা নন । তাদেরও পিছনে একটা স্বচ্ছ শক্তি আছে ।
উদাহরণ -১ । মক্কার শক্তিশালী জালিমরা যখন মু: স: কে বিভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনায় প্রতিহত ও গায়ে পড়ে অত্যাচার শুরু করল , আল্লাহ রব্বুল আ’লামীন মু: স: কে হিজরতের মাধ্যমে মদিনায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করলেন ।
সময়ের আবর্তে শুধু মদীনা নয় , বরং তায়েফ, রিয়াদ সহ সমগ্র আরবের উপরে তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠিত করলেন এবং তার পর তিনি তাঁকে সারা দুনিয়াবাসীর নবী- রসুল ও নেতা বানালেন ।
পক্ষান্তরে তাঁর জালিমরা আজ শুধু ইতিহাসে উপহাসে পরিনত হল ।
এভাবেই আল্লাহ জালিমদের উপরে মজলুমদের প্রতিষ্ঠা করে মানব জাতিকে শিক্ষা দিলেন ।
উদাহরণ -২। হজরত মূসা আ: , এর জালিম প্রবল ক্ষমতার অধিকারী ফেরআউন এর পরিনতিও ইতিহাস হয়ে গেল । আর মজলুম মূসা আ: কে সেই কউমের নেতা বানিয়ে দিলেন ।
এভাবেই আল্লাহ জালিমদের উপরে মজলুমদের প্রতিষ্ঠা করে মানব জাতিকে শিক্ষা দিলেন ।
উদাহরণ – ৩। হযরত ঈসা আ: এর জালিমরাও কোরআনের পরিভাষায় আল্লাহ ইতিহাস করে রাখলেন কিন্তু ঈসা আ: কে সেই কউমের নেতা বানালেন ।
এভাবেই আল্লাহ জালিমদের উপরে মজলুমদের প্রতিষ্ঠা করে মানব জাতিকে শিক্ষা দিলেন ।
উদাহরণ -৪। হযরত ইব্রাহীম আ: এর জালিমদের আল্লাহ তাঁর অপার ক্ষমতা প্রয়োগ করে আবাবিল পাখিদের দ্বারা পাথর নিক্ষেপ করে তৃণমূলের সাথে বিলীন করে দিলেন ( সূরা ফীল ) । পক্ষান্তরে ইব্রাহীম আ: কে আল্লাহ সমগ্র মুসলিম জাতির পিতা রূপে দীক্ষালাভের সুযোগ করে দিলেন ।
এভাবেই আল্লাহ জালিমদের উপরে মজলুমদের প্রতিষ্ঠা করে মানব জাতিকে শিক্ষা দিলেন ।
এভাবেই সারা দুনিয়ায় , আল্লাহ রব্বুল আ’লামীন যুগে যুগে বিভিন্ন আলেমদের উপরে যারা অন্যায় ভাবে জুলুম করেছেন , সেই জালিমদের ধ্বংশ করেন ও মজলুমদের সেখানে প্রতিষ্ঠিত করার অতাৎক্ষনিক ব্যবস্থা অব্যাহত রেখেছেন ।
সূরা নিসা – ২/৯৭
قالوا الم تكن ارض الله واسعة فتحاجروا فيها ط
ফিরিস্তারা বলেন , আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে কি মজলুমদের জন্য হিযরত করার নিমিত্তে নিরাপদ জায়গা করে দেন নি ?
মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এভাবেই বিকল্প ব্যবস্থা করে রেখেছেন এবং হিযরতের মাধ্যমে সন্মান আরো বাড়িয়ে দিয়েছেন ।
পক্ষান্তরে জালিমরা যদি মজলুমর সেই দেশে বা শহরে যান , সেখানে তারা সন্মানের বদলে জনরোষের স্বীকার হন ।
কিন্তু আফসোস এরপরও কি জালিমরা শিক্ষা পেল না ??
***তাহলে প্রশ্ন উঠে জালিমরা কারা ? কী তাদের পরিচয় ? কেন তারা সুশিক্ষা পায় না ?
উত্তর :
১। জালিমদের পরিচয় তারা , অমুসলিম অথবা মুসলিম নামধারী কিন্ত মুসলিম হওয়ার শর্ত পালন করতে ব্যার্থ ।
২। তারা অন্যায়ভাবে ক্ষমতা , সম্পদ ও স্বীয় স্বীকৃত অহংকারী সম্প্রদায় ।
৩। কোরআন , হাদীসের শিক্ষা ও আমল বিবর্জিত ইবলিসের দোষর এক অত্যাচারী দল ।
সতরাং মানব জাতির প্রতি আহবান কোরআন শিখুন , জানুন , বুঝুন ।
সচেতন হোন , ভ্রাতিত্ববোধ বাড়িয়ে তুলুন,
নিজেরা বাঁচুন ও পরবর্তি বংশধরদের রক্ষা করুন ।
আমীন
আহমেদ জাফর
No comment