মানব যন্ত্রের জীবন চক্রের ম্যানুয়াল ।
প্রিয় সহযাত্রীবৃন্দ ,
السلام عليكم ورحمة الله وبركاته
* মানুষ কি কখনও গভীরভাবে চিন্তা করে দেখেছে , যে তার জীবন ও জৈবিক ব্যবস্থাপনা কতটা জটিল ?
* ঠিক তেমনি পারিবারিক , সমাজিক , দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের সকলের সাথে নিজেকে কতটা খাপ খাইয়ে চলতে হয় ?
* কিভাবে এতটা ভাষার পার্থক্য থাকা সত্বেও একজন অন্য জনের সাথে কোন না কোন উপায়ে যোগাযোগ , আদান প্রদান হয়ে থাকে ?
* কিভাবে অন্য সকল প্রানী ও বস্তুকে নিজের প্রয়োজনে ব্যাবহার করে থাকে ?
এবার একটু ভাবুন , মানুষ তার প্রয়োজনে কোন একটা য্ন্ত্র আবিস্কার করল ।
সেই যন্ত্রের যান্ত্রিকতা জটিল না কি মানুষের ?
যেখানে মানুষ অনেক কিছু আবিস্কার করলেও অদ্যাবদি কোন জীব আবিস্কার করতে সক্ষম হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোন সম্ভাবনাও নেই ।
তাহলে এবার হয়ত আরো একটু পরিস্কার মানব যন্ত্রের জৈবিক প্রকৃয়া জটিল নাকি মানুষের তৈরী কোন যন্ত্রের ?
আশা করি নির্দিধায় সুস্থ মস্তিস্কের সকলেই একবাক্যে স্বীকার করবেন , মানব যন্ত্রের ।
সুবহানাআল্লাহ !
তাহলে দেখুন , মানুষের তৈরী কোন যন্ত্রের আবিস্কারক , সেই যন্ত্র ব্যবহার বিধি বা ম্যানুয়াল করে দেন ।
১। যাতে অন্যরা ভূল না করে ।
২। ভুল করে বা অজ্ঞতাবসত: যান্ত্রিক ত্রুটি বা নষ্ট না করে ফেলে ।
ইত্যাদি ।
১। তাহলে মানব যন্ত্রের জৈবিক প্রকৃয়া সহ
মানবের জীবন চক্রের পূর্ণ
কার্যক্রম
সঠিক ভাবে পালন করতে কি কোন ব্যাবহার বিধি বা ম্যানুয়াল দরকার নেই ???
২। তাহলে সে ম্যানুয়াল কি ?
৩। ম্যানুয়াল যেহেতু স্রস্টা বানান , মানব কি ভিন্ন ভিন্ন ম্যানুয়ালের কথা চিন্তা করতে পারে ?
৪। মানব কি সেই ম্যানুয়াল Edit বা সংস্কার / পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করতে পারে ?
*** আমরা যথাযথ প্রমান স্বাপেক্ষে সেই
ম্যানুয়াল হিসেবে জানি স্রস্টার
সর্বশেষ জীবন বিধান একমাত্র
কোরআন ।
এবার চিন্তা করুন ইবলিস মানুষকে
কতটা বোকা বানিয়ে, ম্যানুয়াল থেকে দুরে রাখার কৌশল করেছে !
অথচ আল্লাহ ইবলিসকে ক্ষমতা নেই যে মানুষকে জোর করে বিপথগামী করবে । বরং তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষকে বোকা বানাচ্ছে ।
যা থেকে পরিত্রানের একমাত্র উপায় কোরআন অধ্যায়ন করা , বুঝা ও মানা ।
আর তা না হলে মানব যন্ত্রের দুর্ঘটনা নিশ্চিত ।
আমীন ।।
No comment