মূর্খ্য মুসলিমের সাথে মুনাফিক বা কাফেরদের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কিভাবে মুল্যায়ন করা যায় ?

প্রশ্ন হল : মূর্খ্য বা কোরআনের জ্ঞান না থাকা মুসলিমের সাথে মুনাফিক বা কাফেরদের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কিভাবে মুল্যায়ন করা যায় ?

উত্তর :

“আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “

نوم الألم خير من عبأت الجاحل

একটি প্রবাদ চরিত আছে যে , আলেমের ঘুম জাহেল ব্যাক্তির ইবাদতের থেকে উত্তম ।

একদা একদন মুর্খ্য মুসলিম , মসজিদে নামাজরত ছিলেন ।

এবং পাশেই একজন আলেম ব্যাক্তি ( কোরআনের জ্ঞানে ও হিকমতে পরিপূর্ন ) ঘুমিয়ে ছিল ।

এমন সময়ে ইবলিস তাকে এস -ওসা দেয়ার জন্য মসজিদের গেট থেকে ঢুকার চেষ্টা করছে কিন্ত বার বার ঘুমন্ত আলেম ব্যাক্তিকে ভয় পেয়ে পিছু হটছিল ।

ধরুন একটি লোক কোরআন না জেনে বা অধ্যায়নের চেস্টা না করেই , শুধু মাত্র দেখে ও শুনে ঈমান আনল ও নামাজ পড়া শুরু করল ।

আরেকজন কোরআন জেনে বুঝে , আমল না করে মোনাফিক বা কাফের হয়ে রইল ।

এখন দুইজনকে তুলনা করলে ২য় জন ইসলামের দিক থেকে অগ্রগামী অবস্থায় থাকবে ।

কারণ যে কোরআন জানে ও বুঝে সে যে কোন মুহুর্তে সুবুদ্ধির আগমন ঘটলেই অনেক বড় আমলদার হওয়ার সুযোগ আছে । আল্লাহ চাইলেই তাকে মাফ করতে পারেন ।

পক্ষান্তরে যে কোরআন জানে নাই , অধ্যায়ন করে নাই বা বুঝে নাই , সে তার ঘাটতি কোন দিনই পুরণ করতে পারবে না ।

কিন্তু মানুষের মধ্যে এই স্বাভাবিক বুঝটাও নেই বা ইবলিস কোরআন থেকে দুরে রাখার জন্য এই চক্রান্ত করে রেখেছে ।

দেখুন মুনাফিকরা লোক দেখানোর জন্য , চক্রান্ত করার জন্য অনেক আমলই করে কিন্তু তা নেক আমল নয় ।

আমরা মুনাফিক চিন্তে ভুল করলেও আল্লাহ ভুল করেন না ।

তাই সর্বাগ্রে দরকার কোরআন অধ্যায়ন করা ও বুঝা , যা দুনিয়ার সকল মানুষের জন্য কর্তব্য ।

তা না হলে মানুষ বুঝবেন না তার কোনটা করা উচিত বা কোনটা উচিত না ।

আমীন

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *