অনলাইনে কোরআন পড়তে ও তরজমা – তাফসির করার প্রকৃয়া।
প্রান প্রিয় পাঠকবৃন্দ ,
إسلام عليكم وا راحماة الله .
নীচের প্রচার দেখে আমার বেশ ভাল লাগল যে অনেকেই এখন অনলাইনে কোরআন পড়তে ও তরজমা -তাফসির করার প্রকৃয়া সহজ করে মানুষের মধ্যে আয়ত্ব করার চেষ্টা করছেন ।
আলহামদুলিল্লাহ ।
দেখুন বই অনেকেই পড়ে কিন্তু কতজন বই পড়ে উপকৃত হয় বা তা অনুস্বরন করেন ? তা নির্ভর করে পাঠকের মননশীল চিন্তার স্থায়ীত্বের উপর ।
ঠিক তেমনি কোরআন অধ্যায়ন করে তা থেকে উপকার পেতে হলে , তা আমল করতে হবে ।
মনে রাখতে হবে কোরআন কোন এক-দুই বা তিন বছরের পাঠ্যসূচী নয় বরং সারা জীবনের জন্য পাঠ্যসূচী যা যুগ থেকে যুগান্তরে চলতেই থাকবে এবং প্রমান সরূপ চলে আসছে ।
এমন একটি সারা জীবনের জন্য পাঠ্যসূচী যদি অধ্যায়ন করতেই না জানেন তাহলে কি মানুষের সারা জীবনের পড়াশুনা ব্যার্থ নয় ?
তাহলে কোরআন পড়তে না জানা লোককে কি শিক্ষিত বলা যাবে ?
এখানেও সেই মহাপ্রতারক ইবলিস আমাদের কোরআন বিমুখ করে রেখেছেন ।
সুতরাং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্রকৃয়ায় অনলাইনে কোরআন শিক্ষা আয়োজোকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
সেই সাথে শিক্ষা কোর্সের ফি যথা সম্ভব কমিয়ে রাখার অনুরোধ করছি ।
তবে যদি কেহ এমন কোন উদ্দ্যোক্তাদের অনুদান দিতে চান , দিয়ে তাদের উৎসাহ যোগান , যাতে ভবিষ্যতে প্রয়োজনের সাধারনের জন্য ফ্রি পড়ার ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ ।
আর যারা এখনও পড়তে জানেন না তাদের অনুরোধ করছি এধরনের অনলাইন কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখুন ।
ভাবতেও পারবেন না যে কত বড় নেয়ামত অর্জিত হবে ।
আমীন ।
No comment