একটি কৌতুহল ও কিছু মূল্যবান কথা না বললেই নয় ।

একটি কৌতুহল ও কিছু মূল্যবান কথা না বললেই নয় ।

ইসলাম প্রিয় মানুষগুলো যুগ যুগ ধরে মসজিদ তৈরী করে আসছেন এবং কোথাও কোথাও সুন্দরের প্রতিযোগিতায় লিপ্ত হন , আলহামদুলিল্লাহ ।

কিন্ত প্রশ্ন হল মসজিদ তৈরী করার উদ্দেশ্য কি ? এবং বাস্তবতা নিরিখেই তার কতটুকু আমরা পালন করতে পারছি ?

আর তা না পারলে কারণই বা কি ? বা অন্তরায় কি ?

সর্বাগ্রে বলতে হয় ইসলামের ৫ টি বেনার মধ্যে একমাত্র নামাজ আদায় করা ছাড়া বাকী কলেমা , রোজা, হজ্জ্ব ও যাকাত আদায় করতে মসজিদের তেমন কোন প্রয়োজন বা ভূমিকা আছে বলে মনে হয় না ।

নামাজও যদি আদায় করার প্রশ্ন হয় তাহলে নবী- রসুল ও সাহাবীদের মধ্যে যারা ঘরের মধ্যেই নামাজের ঘর বানিয়েছিলেন আমরা ও তাই করতে পারতাম ।

কিন্তু একটু মস্তবড় ভূলের মধ্যে শয়তান আমাদের আক্বল , কোরআন ও সুন্নাহ মত জ্ঞ্যানের সোর্স থেকে দুরে রেখে এমন ভাবে অবরুদ্ধ করে রেখেছে , যাতে করে

বেশীরভাগ মানুষই জানেন না :

১। নামাজ আদায় করা ও কায়েম করা কি ?

২। মু’মিন , মুত্তাকি ও মুসলিম কি ? পার্থক্য কি ? কার সন্মান কতটা উপরে ও নীচে ।

৩। Common Sense ও General Sense কি এবং কিভাবে আহরণ করতে হয় ?

৪। প্রমানিত ও অপ্রমাণিত জ্ঞ্যানের উৎস কি?

৫। মৌলিক জ্ঞান কি ?

৬। মসজিদ আল্লাহর ঘর – তা নিয়ে প্রভাব বিস্তার করা , রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা কতটা নিকৃষ্ট কাজ ও পাপ কাজ ?

৭। ঈমাম / খতিবদের স্বাধীন মত কোরআনের কথা বলতে বাঁধা প্রদান করা বা কারো স্বার্থে কথা বলতে প্ররোচনা করা ।

৮। ঈমাম নিয়োগে অস্বচ্ছতা ।

৯। মসজিদে ঈমাম ব্যতিত কারো জন্য কোন স্থান নির্ধারিত করে রাখা ।

১০। ধর্মের অবক্ষয় -অসংগতি উত্তরণের বিষয়ে কথা বলতে না পারা ইত্যাদি ।

তাহলে পরিশেষে বলব মসজিদকে তার উদ্দ্যেশ্যানুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না সেটা আসল বিষয় ।

সংখ্যা দিয়ে মসজিদ গননা করার কোন যৌক্তিকতা নেই ।

আমীন ।।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *