রুহু কি ও তার অস্তিত্ব কি এবং নফস কি ও তার অস্তিত্ব কি ?

রেফারেন্স : সূরা যুমার ।

আমরা হয়ত অনেকেই জানি না রুহু কি ও তার অস্তিত্ব কি এবং নফস কি ও তার অস্তিত্ব কি ?

প্রথমে বলব নফস : নফস হল মানুষের চেতনা বোধ, সজাগ দৃস্টি থাকা , জ্ঞান সচল থাকা, মুভমেন্ট সচল থাকা ইত্যাদি ।

দ্বিতীয়ত রুহ হল নার্ভ সচল থাকা , জীবনের অস্তিত্ব থাকা ইত্যাদি ।

যেমন : প্রানী যখন ঘুমিয়ে থাকে তখন তার রুহু সচল থাকে কিন্তু নফস অচেতন থাকে বা সচল থাকে না ।

এখন প্রানী কি নিজেই ঘুমাতে পারে ? নিশ্চয়ই না । বরং তাঁর স্রস্টা বিস্রামের জন্য তাকে ঘুমের উপদ্রপ ঘটিয়ে সহায়তা করেন ।

তবে ঘুম থেকে কিছু লোক আবার জাগিয়ে তুলেন এবং কিছু লোকের চীর তরে রুহের কার্যক্রম বন্ধ করে দেন বা মৃত্যু ঘটান ।

সুতরাং আক্বল মান / বুদ্ধমানদের উচিত সজাগ থাকা অবস্থায় অন্তত তওবা করে ঘুমাতে যাওয়া ।

ঠিক তেমনি যারা জীবীতাবস্থায় আল্লাহকে বা তাঁর অস্তিত্ব স্বীকার করে না , আস্তিক না , তারা ও ঘুমন্ত লোকের মতই যাদের নফস সচল নয় ।

অন্য কথায় বলা যায় অন্ধজনকে কোরআন পড়তে বলার মত অবচেতনা বা অযৌগ্যতাও বটে ।

তাই মৃত্যুর স্বাধ যখন নিতেই হবে , নফস সচল থাকা অবস্থায় তওবা করে পরিশুদ্ধ না হলে হয়ত সেই সুযোগটি হারাতে হবে ।

আশাকরি পোষ্টটি সবাই শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ দিবেন ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *