অর্থ -মর্মার্থ না বুঝে কোরআন পড়লে বা শুনলে কি কোন প্রতিকৃয়া হবে ?

উত্তর :

প্রিয় ইহলৌকিক জীবনের সহযাত্রীবৃন্দ ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আমি যেহেতু দীর্ঘদিন চায়নার সাথে ব্যবসা বানিজ্য করি ও তাদের সাথে ঘরোয়া মেলা-মেশার সুযোগ হয়েছে , আবার আমার অনেক চাইনিজ বন্ধু / পার্টনার ঢাকায়ও বেড়াতে এসেছে ।

ফলে ঢাকার অনেক দুষ্ট ছেলে-পেলে কথার ছলে কিছু বাজে ফাহেশা বা গালিগালাজও চাইনিজ বন্ধুদের সামনে খুব হেসে হেসে , ভাল সুর দিয়ে বা কখনও গানের সুরে বলত ।

কিন্তু স্বভাবতই যেহেতু চাইনিজ বন্ধুরা সেই “বাজে ফাহেশা বা গালিগালাজ” এর অর্থ বা মর্মার্থ আদৌ জানে না বা বুঝে ও নাই তাই তাদের কোন প্রতিকৃয়া দেখিনি ।

বরং কখনও কখন ও হাস্যজ্বল অঙ্গি-ভঙ্গির জন্য তাদেরকে (দুষ্ট ছেলে-পেলেদেরকে ) খুব ভালই বলত ।

তাহলে এবার বুঝুন কোরআনের “অর্থ বা মর্মার্থ, তাফসির , শানে -নুজুল “ না জানলে বা নাুঝলে ,

কী আর কোন প্রতিকৃয়া হবে ?

** একটু গভীরভাবে ভাবুন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমেও কোরআন পড়া বা অধ্যায়নের প্রতিনিয়ত শিক্ষার ব্যবস্থা আল্লাহ চালু করলেন । কিন্তু ইবলিস কি আমাদের প্রকৃত শিক্ষা থেকে দুরে ঠেলে দিল না ?

অর্থ বুঝি না এমনকি চিন্তাও করি না ।

*** আমাদের দেশে খুব সুন্দর করে সূর দিয়ে কিছু আরবী-ফারসীতে শে’র বলে মিলাদ করেন ।

তার কি অর্থ বা তাৎপর্য আছে ?

“Learning QurAn, following it in every space in our life is the utmost obligatory . But most of the people in the world going to forgot it . “

*** তাহলে আমরা কি করছি ?

মানুষ , সচেতন হবে কবে ?

এই ধরার তলে !

শিক্ষক নয় কি আল্লাহ তথা মু: স: ,

মানিল কি ইবলিস কে ?

এভাবে সহস্রাধিক উদাহরন

আছে মানব সমাজে,

আসলে আমরা মানব হয়েছি ?

না কি রয়েছি ইবলিসের দোষর সেজে ?

আসুন , একটু ভাবুন ও একই পদক্ষেপ নিন ।

কোরআন পড়ুন ও বুঝুন ।

যোগাযোগ করুন যদি কোন

শিক্ষা সহায়তা লাগে ।

বি: দ্র: সহজ তরে বুঝানোর উদাহরণটি ব্যাবহার করতে হল। র্যকেন যেন কিছু মনে না করি ।

আমীন ।।

আহমেদ জাফর

Note : Please read it carefully and drop your personal valued comment , share and invite to your friends in order to focus up the human nation .

https://www.facebook.com/researchonislam/

Just visit this link , like it , start reading everyday when you get free .

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *