কোন বই মানুষের চিরকালের জন্য সর্বোৎকৃষ্ট বন্ধু ?

প্রচলিত একটি প্রবাদ চলে আসছে একটি ভাল বই মানুষের চিরকালের জন্য সর্বোৎকৃষ্ট বন্ধু ।

যুগের আলোকে কোরআন তাফসির করে আমার কাছে মনে হয় কথাটি মোটেও

ঠিক নয়।

কথাটি অনেক পুরাতন।

মানুষ হয়ত গভীরভাবে চিন্তা করেনি যে কোন মানুষের জ্ঞানই চিরকালের জ্ঞান সমৃদ্ধ নয় । বা তিন কালেরই

( অর্থাৎ জন্মের আগের কাল , জন্মের পরে মৃত্যুর আগের ইহকাল ও পরকাল ) জ্ঞানে সমৃদ্ধ নয় ।

সুতরাং মানব রচিত কোন বই চিরকালের জন্য বন্ধু হতেই পারে না বরং ক্ষণকালের বন্ধু ।

মানুষ সসীম জ্ঞানের অধিকারী । তাহলে বুঝতে হবে , তার চেয়ে ভাল জ্ঞানের অধিকারী কেহ না কেহ আছে বা আল্লাহ সেই তথ্যটি নিজের কাছে রেখে দিয়েছেন । যেকোন সময়ে অতাৎক্ষনিক প্রকৃয়ার মাধ্যমে অন্য কারো মধ্যে তিনি তা সঞ্চরণ করবেন । আর তখন আগের ভাল বই রচয়িতার তথ্য পুরাতন হবে বা বিলুপ্ত হবেই ।

সুতরাং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একমাত্র কোরআন ছাড়া অন্য কোন বই চিরকালের জন্য সর্ব উৎকৃষ্ট বন্ধু হতে পারে না ।

বাস্তব জীবনে একটু খেয়াল করবেন , এমন কোন লেখকের বই কি আপনার কালেকশনে আছে যে বইটি আপনি চির কালের জন্য রেখে দিবেন যা অন্তত: আপনার চির কালের জন্য প্রভাব বিস্তার করতে পারে ?

নিশ্চয়ই না ।

কিন্তু কোরআন একমাত্র বই যা মানুষের ( জাতি ধর্ম নির্বিষেশে ) সর্বকালে সর্বোৎকৃষ্ট বন্ধু যা চিরকালের জন্য আমরা সংরক্ষণ করে আসছি ।

যা কখনও বিলুপ্ত হয়নি এবং হবেও না ।

এরপরও কি মানুষ উপলব্দি করে নি ???

আশাকরি আমরা যুগের আলোকে গভীর চিন্তা করব ও মানুষের জ্ঞানের পোষাকের পরিধি বাড়াতে সহায়তা করব ,ইনশাআল্লাহ ।

তাহলেই আমরা জ্ঞানের কৌশলে ইবলিসকে পরাস্থ করতে পারব , ইনশাআল্লাহ ।

দয়া করে একটু কমেন্ট করে জানাবেন , আমার চিন্তায় আপনার দৃষ্টিকোন থেকে কতটুকু ভুল থাকতে পারে ।

আমীন ।।

আহমেদ জাফর ।

Note : Please read it carefully and drop your personal valued comment , share and invite to your friends in order to lift up the human nation .

https://www.facebook.com/researchonislam/

Just visit this link , like and start reading everyday when you get free .

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *