বিশ্ব মানবেরা মানুষ হবে কবে ?
বিশ্ব মানবেরা মানুষ হবে কবে ?
কোন কিতাবের শিক্ষা পেলে মানুষ হবে তবে ?
বিশ্বের সকল জীব কিন্তু আক্বলের গুনে ,
একই গুনে গুনান্বিত , তবু মানুষে বিভেদ কেনে?
হে সকল বিশ্বমানব ,
سلمً عليكمً
সক্রেটিস যেমনটি বলেছিলেন , “Know thy self “ ,
আমিও অনুরোধ করছি , প্রতিদিনই অন্তত: রাতে ঘুমানোর আগে, নিজেকে নিজে প্রশ্ন করুন এবং উত্তর খুঁজুন :
১। আমি কি মানুষ হতে পেরেছি ?
২। মানবীয় গুনাবলী কি আমার মধ্যে আছে ?
আমি কি তা রক্ষা করতে পেরেছি ?
৩। আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে ( মানব জাতিকে ) প্রেরণ করেছেন , তা কি আমার দ্বারা পূর্ণ হচ্ছে ?
৪। আমি কি আশরাফুল মাখলুকাত এর আকিদা পূর্ণ করতে পেরেছি ?
৫। আমি নিজের প্রতি ও আমার উপর অর্পিত দায়িত্বের আমানত রক্ষা করতে পেরেছি না কি যুলুম করছি ?
বলা বাহুল্য , নবী ক: স: ইহুদি বা নাসারা দের দ্বারা , যখনই কঠিন কোন প্রশ্ন বা সমালোচনার স্বীকার হতেন , তখনই আল্লাহ সুবহানু তায়ালা , এক বা একাধিক আয়াত বা সূরা নাযিল করে , সত্যসহ উত্তর প্রকাশ করতেন ।
কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই । তাই আমাদের সকলকে , আল্লাহর দেয়া সেই জীবন বিধান – কুরআন , হাদীস ও আক্বল দ্বারা সমাধান খুঁজতে হবে ।
সুতরাং আমরা যদি কোরআনই না বুঝি , না জানি , জানার চেষ্টাও না করি , তাহলে আমরা কতই না দুর্ভাগা ও যালিমের পরিচয় দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছি ?
উপরন্তু যদি কেহ কোরআন অধ্যায়নে বাঁধা প্রদান করেন , মসজিদে আল্লাহর নাম স্বরনে বাঁধা প্রদান করেন , তার চেয়ে সেরা যালিম আর কে হতে পারে ?
সূরা বাকারা – ২/১১৪ ।
“অথচ ভয়-বিহ্বল না হইয়া এদের পক্ষে মসজিদে পরিবেশ করা নিষেধ নয়” ।
কিন্তু করোনা প্রক্কালে মসজিদে প্রবেশে বাঁধা প্রদান করা হল , কোন দলিলের ভিত্তিতে ???
তাহলে বাধাদানকারীরা কি পরকালের শাস্তির জন্য প্রস্তুত ?
সতরাং কোরআন অধ্যায়ন ও আমল করলে হয়ত এরূপ করা হত না এবং সকলেই সুফল ও পরিত্রান পেত ।
সূরা বাকারা – ২/১২০ ।
“ইয়াহুদী ও খৃস্টানরা কখনওই আমাদের প্রতি সন্তুস্ট হবে না যতক্ষন পর্যন্ত না আমরা তাদের ধর্মাদর্শ অনুস্বরণ করি “। কিন্তু আল্লাহর নির্দেশিত পথই প্রকৃত পথ ।
সুতরাং আল্লাহর নির্দেশিত পথ ব্যাতিরেকে অন্য কোন পথ অনুস্বরণ করলে , আল্লাহর বিপক্ষে কোন অভিভাবক , পরিত্রানের উপায় বা সাহায্যকারী থাকবে না ।
সতরাং আল্লাহর দেয়া কিতাব যথাযথ অধ্যায়ন না করলে , না মানলে নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত হবে ।
তখন কি কেউ দায়িত্ব নিবে ?
তাই প্রত্যেকেই স্ব-স্ব অবস্থানে কোরআনের আলোকে , সুচতুর দায়িত্ব পালন করতে হবে ।
যদি প্রয়োজন হয় , কোরআনের আলোকে আলোকিত , জ্ঞানী-গুনি জনকে উপদেষ্টা হিসেবে স্বরণ করুন , তাদের কেহ প্রতিপক্ষ বানানোর চেষ্টা না করি ।
আমীন ।।
আহমেদ জাফর ।
No comment