মানুষ নিজের অজান্তেই কিভাবে কাফের বনে যান ? হয়ত তা অনেকে গভীরভাবে চিন্তা করেন না ।

** সূরা বাকারা , ২/৯৭ ।

১। যারা জিব্রাইলকে শত্রু মনে করে , কারণ জিব্রাইল , আল্লাহর নির্দেশে রসুলের অন্তরে কোরআন পৌছে দেন ,

২। যারা কোরআনের অনুসারী মু’মিন , মুত্তাকিন ও মুসলিমদের শত্রু মনে করেন । কারণ প্রকৃত পক্ষে তারা কোরআনকেই অস্বীকার করল ।

৩। সূরা বাকারা , ২/৯৮ ।

যারা আল্লাহর ফিরিস্তাগন , রসূলগন , জিব্রিল ও মীকাইলের শত্রু , তারা আল্লাহরও শত্রু তাঁরাই কাফের ।

৪।সূরা বাকারা , ২/১০১

যারা আল্লাহর কিতাব ( কোরআন ) অবহেলা করে ।

৫। সূরা বাকারা , ২/১০২ ।

সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তা অনুসরন করত । বিষদভাবে বললে বলতে হবে , ইবলিস , ইবলিসের দোষর , কাফির , মুনাফিক ও মুশরিকরা যা বলে বা অনুসরন করে , তা যারা অনুসরন করবে তারা আল্লাহর শত্রু ও কাফির হিসেবে গন্য হবে ।

সকল মানব জাতিকে এই বানীটি গভীরভাবে উপলব্দি করার আহবান করছি । আমরা হয়ত অনেকেই , তাদের শুধু অনুসরন নয় বরং বন্ধুও মনে করি ।

৬। যারা যাদু -টোনা শিক্ষা দেয় তাদের অনুসরন করাও কাফির হিসেবে গন্য হবে ।

৭। যে সকল কাফির ও মুশরিকদের বানী কোন পরিবারকে বিচ্ছিন্ন করতে উৎসাহ প্রদান করে ,

তা মেনে নেয় ও অনুসরন করে , তারাও কাফির হিসেবে গন্য হবে ।

এ প্রসংগে আমরা ইন্ডিয়ান কিছু নাটকের চ্যানেলের কথা উল্লেখ করতে পারি যা পারিবারিক শান্তি বিনষ্ট করে ও বিচ্ছেদের পথ সুগম করে , তাদের এ চ্যানেল অনুসরন করাও কাফিরের আওতায় পরে ।

৮। যারা কোরআন না বুঝে এবং তা পরিবর্তন করার চিন্তা করেন ।

৯। যারা আল্লাহ , আল্লাহর রসূল ওআল্লাহর বানী কোরআনকে তাচ্ছিল্য করে ও অন্যের সাথে নগ্নভাবে উপস্থাপন করে ।

অতএব , হে মানবজাতি , সতর্কতা অবলম্বন করুন:

১। বন্ধু নির্বাচনে ।

২। বিবাহ বন্ধনে ।

৩। নেতা নির্বাচনে ।

৪। শিক্ষক নির্বাচনে ।

৫। আনুষ্ঠানিক কার্যে যোগদানের ক্ষেত্রে ।

৬। কর্মে যোগদানের ক্ষেত্রে ।

৭। ব্যবসায়ী পার্টনার ও কাস্টমার সিলেক্শনে ।

৮। ভৃত্য ও সহযাগী নির্বাচনে ।

তাহলেই হয়ত কাফিরদের অনুসঙ্গ থেকে কিছুটা পরিত্রান পেতে পারেন ।

পরিশেষে বলব কোরআন পড়ি , গভীরভাবে ইহার মর্মার্থ উপলব্দি করার চেষ্টা করি ।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন ।

আমীন ।.

আহমেদ জাফর ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *