তধর্ম / জীবন বিধান / গাইড লাইন কি মানবের তৈরী না কি স্রস্টার ?
মানুষতো নিশ্চয়ই আপনা আপনি নিজে থেকে সৃস্টি হয় নি, যা সর্ব সম্মতিক্রমে সর্বজন বিধিত ও স্বীকৃত ।নিশ্চয়ই স্রস্টা বা জগত সমূহের মালিক ছাড়া কোন প্রানী সৃস্টি হয় নি ।
তাহলে প্রানী কি নীজে থেকে জেনে গেল কিভাবে খাবে ? কিভাবে চলবে ? কিভাবে জীবন চক্রের অবতারনা করবে ?
নিশ্চয়ই সেখানেও রব্বুল আ’লামীনের সম্পূর্ন একক নিয়ন্ত্রন ।
এ সবে যদি কারো কোন দ্বিমত থাকে তাহলে এর ব্যাতিক্রম কোন উদাহরণ হাজির করুন ।
তাই যদি এ সবই স্বীকার করেন , তবে ধর্ম / জীবন বিধান / গাইড লাইন যে কোন মানবের তৈরী হতে না বরং তা স্রস্টার তা মানতে দিধা কেন ?
সে টা কি স্বার্থান্বেষী বোকামি নয় ?
বা বড়াত্বের বোকামি নয় ?
তাহলে এটাও তো মানতে হবে , কোন ক্ষনকালে আল্লাহ রব্বুল আলামীনের দেয়া জীবন বিধান কোন মানব ইচ্ছা করলেই বিবর্তন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে না ।
সুতরাং এর পরও যারা ক্ষনে ক্ষনে এর অবতারনা করেন , তারা নিশ্চয়ই কোন স্বার্থান্বেষী মহল , যারা রবের সাথে প্রতারনা করেন ।
আর যারা রবের সাথে প্রতারণা করেন তারা কি কোন বিশ্বাসীদের বন্ধু হতে পারে ?
একটি ভূল, মানুষকে অগনিত ভুলের পদচারনা শিক্ষা দেয় কারণ মানুষ অনুকরণপ্রীয় জীব ।
তাই অতীতের জড়তা ফেলে , আক্বলের সদ্যাবহার করি এবং সঠিক পথের দিশারী হই ।
মনে রাখবেন , আপনার সঠিক সিদ্ধান্ত তত পরবর্তী সকলকে সুপথের দিশারী করবে ।
অন্যথায় ততপরবর্তী সকলকে বিপথগামী করবে ।
তার দায়ভার কি আপনি বহন করতে সক্ষম ???
একটু গভীর ভাবে চিন্তা করুক ও সঠিক সিদ্ধান্ত গ্রহন করুন ।
আমীন ।।
আহমেদ জাফর
No comment