কুমিল্লার ঘটনার আবতারনায়।

কুমিল্লার ঘটনার আবতারনায় :

কোরআন – সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত এবং নেয়ামত ।

যারাই এই আমানতের খেয়ানত করবে সংশ্লস্ট সকলেই মুনাফিকের দায় এড়াতে পারে না ।

তবে অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে শাস্তি নির্ধারিত হতে হবে ।

১। যারা সরা-সরি অপরাধের সাথে জড়িত তারা তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবেই তবে প্রশাসনের সকল পর্যায়ের কর্ম কর্তা যদি এর কোন সুস্ঠ বিচার ও প্রতিকার না করেন তবে ,

ক) আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে কোরআনের দেয়া স্বাক্ষীই শাস্তি প্রদানে যথেষ্ট । পরিনাম জাহান্নাম ।

খ ) কোরআনের ধারন ও বর্তমান বিশ্বে বাহক – মুসলিম জনতা যদি এর প্রতিকার না করে , তাহলে তারাও এর দায় এড়াতে পারবে না ।

সুতরাং সরকারের উচিত তদন্তের নামে কালক্ষেপন না করে , অনধিকার চর্চার মাধ্যমে অন্য কোন জটিল ঘটনা ঘটার আগেই বিচার ত্বরান্বিত করা ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *