মৃত্যুর পরে কারো দোয়া কবুল হবে? প্রচলিত কিছু ভুল ভ্রান্তি ।

প্রান প্রিয় পাঠক সমুদয় ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আজকের বিষয় : মৃত্যুর পরে কারো দোয়া কবুল হবে? প্রচলিত কিছু ভুল ভ্রান্তি ।

আদিকাল থেকে প্রচলিত হয়ে বর্তমানে

স্যোসাল মিডিয়ার মাধ্যমে বেশী করে

পরিলক্ষিত হয়ে আসছে কোন ব্যাক্তি মারা যাওয়ার পরেই একটি পোষ্ট দিয়ে বলা হয় ,

“ আল্লাহ তার জন্য জান্নাতে ফেরদৌস নসীব করুন”।

১। আগেই লিখছিলাম মৃত্যু পথ যাত্রী কোন বান্দার কবীরা গুনাহ মাফ হওয়ার দোয়া / তওবা কবুল হওয়ার শেষ সময় তাঁর আক্বল / নফস সচল থাকা অবস্তা পর্যন্ত ।

২। মৃত্যুর পরে আর কোন কবীরা গুনাহ মাফ করার সুযোগ নেই ।

তাই শুভাকাঙ্খী কেহ তার জন্য খাছ দিলে দোয়া করলেও তার ছগিরা গুনাহ মাফ হওয়ার জন্য কার্যকরী হতে পারে ।

কিন্তু মৃত্যু ব্যাক্তির কবীরা গুনাহ বহাল থাকলে তার জন্য কোন দোয়া কবুল হবে না ।

৩। এখন কথা হল যারা মৃত্যু ব্যাক্তির জন্য দোয়া করছেন , তিনি / তারা কি কবীরা গুনাহমুক্ত ???

দোয়া প্রার্থী নিজেই যদি কবীরা গুনাহের দায়

বয়ে বেড়ান তখন ও তার দোয়া করার যোগ্যতা মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে গ্রাহ্য হবে ?

নিশ্চয়ই না । তিনি দোয়া করার যোগ্যতাই রাখেন না । কবুল তো পরের কথা ।

সুতরাং এখান থেকে মানব জাতির শিক্ষা নেয়া উচিত । জান্নাত কোন সস্তা নেয়ামত নয় যা যে কেহ দোয়া করলেই অনায়াসে পেয়ে যাবেন ।

৪। আবার অনেক অজ্ঞতা বশত: ( কোরআনের জ্ঞান না থাকার কারনে ) বলে ফেলেন , অমুক ব্যাক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন!

কত বড় আহম্মক হলে এরূপ কথা বলতে পারেন ?

আসলে এটা কি কল্পনাও করা যায় ??

আসলেই কোরআনের জ্ঞান না থাকার কারনে মানুষের আক্বল দিন দিন অকার্যকর হচ্ছে ।

৫। যারাই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত তাঁরাই সমাজের ফিতনা -ফাসাদ , অশ্লীল কর্ম -কান্ডের সাথে বেশী সম্পৃক্ত ।

তারা নিজেরাই পাপের সাগরে হাবু-ডুবু খাচ্ছেন কিন্তু তখনও সে অযথা অন্যায়ভাবে অন্যকে সেই পাপে

জড়ানোর ব্যার্থ চেষ্টা করেন !

তারা কি এটাও জানে না যে আল্লাহর চোখ ফাঁকি দেয়ার মত ত্রিভুবনে কোন কিছুই তিনি পয়দা করেন নি ?

তাই

ক) যারা এখনও কোরআন অধ্যায়ন করতে পারেন না ,

খ) করেন না

গ) অন্যকে কোরআন পড়ার কারনে বিরক্ত বা তিরস্কার করেন ,

ঘ) কোরআন অধ্যায়ন কারীর প্রতি ক্ষোপ পঞ্জিবুত করে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করেন ।

ঙ) কোরআন অধ্যায়নে ব্যাঘাত ঘটার মত কোন কাজ করেন ।

তারা তওবা কবুল না হলে তারা ও জান্নাত লাভ করার কোন সুযোগ নেই ।

তাই আসুন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কোরআন অধ্যায়নের দুর্বার ব্যাবস্থা গড়ে তুলি ।

আমীন

আহমেদ জাফর

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *