ইসলাম ধর্ম প্রচারকদের বা যারা তাবলীগ করে তাদের কোযালিটি বা শিক্ষার মান কোন পর্যায়ের ?

প্রিয় ইহলৌকিক জীবনের সহযাত্রীবৃন্দ ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

নিচের ছবিটি দিয়ে কিছুটা অভিযোগ বা আক্ষেপের দৃষ্টিকোন থেকে বলা হয়েছে , সাদা চামড়ার ফাদার ডাক্তাররা সেবার মোড়কে ধর্মান্তর করে।

আমি যদি একথা স্বীকার করেও নেই তাহলে বলতে হয় , তাদের সে যৌগ্যতা আছে বা তারা অর্জন করেছে , যাতে করে অন্যধর্মমতের কাকেও নিজের ধর্ম মতে দ্বীক্ষিত করার ।

তাহলে ধরে নেই :

১। সাদা চামড়ার ফাদার ডাক্তাররা যদি সেবার মোড়কে ধর্মান্তর করে, ইবলিসও তো তাই করে !

ইবলিসকে কে অভিযোগ করেন না ?

কিন্তু কথা হল কাকে বা কোন পর্যায়ের মানুষকে ধর্মান্তর করার সুযোগ পায় ?

ক) নিশ্চয়ই যাদের ঈমান দুর্বল ।

খ) জন্ম সূত্রে উত্তরাধিকার হওয়া যায় কিন্তু মুসলিম কি উত্তরাধিকারসূত্রে হওয়া যায় ?

গ) না কি জেনে বুঝে আমল করে মুসলিম হতে হয় ?

ঘ) আমাদের ইসলাম ধর্ম প্রচারের নামে যারা তাগলীগ করে তাদের কোয়ালিটি কি ? দু’চারখানা কিতাব পড়েই ধর্ম প্রচারের যাজক বনে যান ?

হ্যাঁ ! কারন বেশীরভাগ লোক কোরআন জানে না । তাই তাদেরকেই গুরু মানে ।

ঙ) ধরুন যদি ছোট বেলা থেকেই কোরআন একটি অত্যাবশকীয় বিষয় হিসেবে কোরআন মাস্টারস্ ডিগ্রী পর্যন্ত বেসিক বিষয় করা হত , তাহলে ধর্ম যাজকদের কোয়ালিটি কি হত? নিশ্চয়ই তারা জেনালের শিক্ষার মানের চেয়েও বিশেষভাবে পারদর্শীতা বা হিকমত ওয়ালা হত ! তাই নয় কি ?

চ) তাহলে , এখন যারা তাবলীগ করে , তাদেরকে কি পিয়নের যৌগ্যতা থাকত ? নিশ্চয়ই না ।

২। তাহলে , আমাদের যা করা দরকার , জাতি ধর্ম নির্বিশেষে সকলের কোরআন শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলেক করা দরকার । শুধু তাই নয় , কোরআন যেহেতু কোন নির্দিষ্ট সময় কালের জন্য প্রযোজ্য নয় বরং সারা জীবনে দরকার , তা সারা জীবন অধ্যায়নের অভ্যাসে পরিনত করা দরকার ।

৩। তার পর জীবনের প্রতিটি পর্যায়ে কোরআনের শুশিক্ষা বাস্তবায়ন করা দরকার ।

৪। এভাবে সংগঠিত হলে , শুধু সাদা চামড়ার বাবা নন বরং দুনিয়ার সকল মানুষ আমাদের অনুসরণ করত ।

৫। দেশের আইন কানুন থেকে সর্ব স্তরে তা অনুসরণ করলে , আমি বিশ্বাস করি শুধু সাদা চামড়ার ফাদার ডাক্তাররা নন বরং সারা দুনিয়া আপনাদের বা আমাদের দেশকে অনুসরন করবে এবং করতে বাধ্য হত , ইনশাআল্লাহ ।

৬। তাই প্রতিটি মানুষ নিজ নিজ স্থান থেকে শিশু , নারী -পুরুষ , বয়:বৃদ্ধ সকলেই যদি কোরআন অধ্যায়নের প্রতিশ্রুতি স্বীয় মনে ধারণ করে ও আল্লাহ পাকের দরবারে বিগত দিনের ভুলের জন্য তওবা করে , এখনই শুরু করে , আমি বিশ্বাস করি খুব দ্রূততম সময়ে তার সুফল সারা জাতি পেতে শুরু করবে , ইনশাআল্লাহ।

কে কে রাজী আছেন ও মানব জাতীর কল্যানে কি ভুমিকা রাখা যায় মতামত শেয়ার করে অন্যদের পরামর্শ দিয়ে সাহায্য করুন ।

আমীন ।।

আহমেদ জাফর

বি: দ্র : দয়া করে আমার পেজের

পোষ্টগুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের

কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।

আমার পেজের লিং :

https://www.facebook.com/researchonislam/

আমার

Website: www.anhuibest.net

ভিজিট করে Blog এ ও

পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত

শেয়ার করে অন্যকে পড়ার সুযোগকরে দিন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *