কোরআনের বৈশ্যয়িক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোনের রহস্য ও স্রস্টার স্রেস্টত্বের প্রমান যার কোন তুলনা নেই ।

সূত্র – সূরা বাকারা , আয়াত ২৬ থেকে ৩৯ ।

২/২৬ : মশার উপমার রহস্য : মশা এমন একটি প্রানী যা যতখন পেট খালী থাকে ( পরিমিত খাবারে তুস্ট ) ততক্ষন বেঁচে থাকে ও বিচারণ করতে পারে ।

কিন্তু যখনই সে বেশী পেয়ে বেশী / অপরিমিত পরিমান খাবে , তখনই তা তার মৃত্যুর কারন হয়ে দাড়ায় ।

ঠিক তেমনি কাফির , মুশরিক ও যালিমরা , যতক্ষন

আল্লাহর দেয়া নেয়ামত পরিমিত ভোগ করে ও সাম্যতা বজায় রেখে বিভাজন করে ততক্ষন ভালভাবে বিচারন করতে পারে ।

কিন্তু যখনই অতিমাত্রায় লোভী হয়ে বেপরোয়া হয়ে ভোগ করে , তখনই ধংশের পথ বেছে নেয় ।

২/২৭ . স্রস্টা / আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গীকারী তাঁরাই যালিম , মুশরিক , দুনিয়ায় অশান্তি সৃস্টি কারী ।

২/২৮। মানুষ ২ বার মৃত্যু ও ২ বার জন্ম নেয় ও নিবে । প্রথমে মৃত্যু পরে জীবন , তার পর মৃত্যু ও তার পর জীবন । ও পরিশেষে স্রস্টার কাছে পরাহত । তাহলে অহংকার কিসের ???

২/২৯-৩০ . দুনিয়ার সকল সৃস্টিই মানুষে কল্যানে ।

মানুষ ইহার নিযুক্ত প্রতিনিধি । প্রতিনিধি মালিকের আদেশ মানতে বাধ্য ।

অবাধ্য হলে নিশ্চিত শাস্তি । সেটা অমানবিক নয় বরং অবৈধ্য হওয়া অমানবিক ।

২/৩৬ । শয়তান ও মানুষ একে অপরের শত্রু হয়ে বেহেস্ত ত্যাগ করে দুনিয়ায় আসতে বাধ্য হয়েছে ।

শয়তান কৌশলে মানুষের চেয়ে ক্ষমতা প্রাপ্ত কিন্তু বিশ্বাসীরা স্রস্টার অনুগ্রহ পাপ্ত হলে সবার থেকে ক্ষমতা বান ।

তাই অনুগ্রহ পাপ্ত হওয়া মূল লক্ষ হওয়া উচিত ।

২/৩৯ । কাফির , অবিশ্বাসীরা জাহান্নামে চীর স্থায়ী থাকবে ।

ক্ষন কাল বা কোন নির্দিষ্ট কালের জন্য নয় ।

জান্নাতের কোন সুযোগ পাবে না ।

আল্লাহর বিচার একবারই , কোন আপিল গ্রহনযোগ্য হবে না । তাই আগেই সব প্রগ্রাম উন্মোক্ত করে দেয়া আছে , যাতে মানুষ সঠিক সিদ্ধান্তে উপনিত হতে পারে ।

আমীন ।।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *