কিভাবে কোরআন বুঝবেন ও অুসরন করবেন ?

بسم اللله النجمان الرحيم

প্রান প্রিয় পাঠক সমুদয় ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আজকের বিষয় : কিভাবে কোরআন বুঝবেন ও অুসরন করবেন ?

* সূরা নিসা , আয়াত নং ৫৯ ।

“ হে মু’মিনগণ , আল্লাহর ( কোরআনের ) আনুগত্য করুন এবং রসূলের ( হাদীস এর ) অানুগত্য করুন , এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতার ( কোরআন , হাদিস ও হিকমতের ক্ষমতা আছে ) অধিকারী তাদের আনুগত্য করুন ।

যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে কোন মতবিরোধ ঘটে

তাহা আল্লাহ ( কোরআন ) ও রসূল ( হাদীস ) এর নিকট উপস্থিত কর , যদি তোমরা আল্লাহ ও আখিরাতে দৃঢ় বিশ্বাস কর ।

ইহাই উত্তম ও পরিনামে প্রকৃষ্টতর “ ।

আয়াত খানির তরজমা করতে দিয়ে আমার আক্বল দ্বারা গভীর বুঝের সাপেক্ষে ( ) ব্রাকেট দিয়ে আল্লাহ ও রসূলের স্থলে কোরআন ও হাদীস উল্লেখ করেছি ।

কিন্তু কোন তরজমায় তা করা হয়নি ।

এখান থেকে একটি কথা স্বরন করা দরকার । তাফসীর যুগের আলোকে প্রখর চিন্তা শক্তির বিকাশের মাধ্যমে পরিবর্তন হতেই পারে এবং যদি তা যুগোপযোগী ও কোরআনের আলোকে যুক্তি সংগত হয় তা মেনে নেয়াই আমাদের বুঝের জন্য ভাল ।

প্রসংগত আজ আমার পেজে পাঠকদের মধ্য হতে অনেকে অনেক প্রশ্ন করেছেন । আমি উত্তরও দিয়েছি ।

কিন্তু মনে হল তারা যে রেফারেন্স নিয়ে প্রশ্ন করেছেন ,

তা তারা গভীর ভাবে বুঝতে পারেন নি ।

তাই আস্তিক ও নাস্তিক সহ সকল মানব জাতির জ্ঞাতার্থে কোরআন বুঝার জন্য চার স্তরের নিরাপত্তার কথা স্বরণ করিয়ে দিতে চাই , যা অনুসরন করলে উপরোক্ত আয়াতের সাথে মিল রেখে প্রচলিত ভুল থেকে বেঁচে যাবেন , ইনশাআল্লাহ ।

১। আক্বল / Common Sense বা আল্লাহ প্রদত্ত অপ্রমানিত সাধারন জ্ঞান ।

২। কোরআন – আল্লাহ প্রদত্ত প্রধান প্রমানিত মৌলিক জ্ঞান ।

৩। হাদীস / সুন্নাহ

৪। পূর্বে রচিত মনিষীদের উদ্ভাবন ।

একটি কথা বলা বাহুল্য , বিজ্ঞান ও প্রযুক্তি যেমন দিন দিন বিকশিত হয় , কোরআন বুঝার ক্ষেত্রেও আপনার আমার জ্ঞানবোধ আগের মনিষীদের থেকে কোন কোন ক্ষেত্রে তো ভাল ও হতে পারে ।

তাই বই পরে শিখব কিন্তু না বুঝে হুবহু কপি করব না ।

সুতরাং যারা ইসলাম কে খাট করার জন্য আগের উদৃতি দিয়ে অহেতুক প্রশ্ন করেছেন , তাদেরকে উপরের চার স্তরের নিরাপত্তা মাথায় রেখে , যতক্ষন না বুঝবেন ততক্ষন পজেটিভলি অধ্যায়ন করতে থাকবেন ।

মনে রাখবেন কোরআন মিথ্যা / ভূল বা দুর্বল কোন তথ্য দেয় নি । বরং আমাদের বুঝার ভুলের মাধ্যমে আমরা বিভ্রান্ত হতে পারি ।

আয়াতের দ্বিতীয়া

وأولي الأمر منكم

দ্বারা বুঝানো হয়েছে –

এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান তাদের আনুগত্য করতে বলা হয়েছে ।

কিনতু যারা ক্ষমতার অধিকারী তারা যদি কোরআনের জ্ঞানে পরিপূর্ণ না হন তাহলে তাদের ক্ষমতা না ধরে

যারা কোরআন , হাদিস ও হিকমতের ক্ষমতার অধিকারী তাদের আনুগত্য করা যেতে পারে ।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *