কেন এত লোক বাদ দিয়ে শুধু তার উপর কোরআন নাযিল হল?

“আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “।

সূরা আস্ সাদ এর অবলম্বনে দেখা যায় যখন আল্লাহ রব্বুল আ’লামীন প্রীয় নবী মুহম্মদ স: এর উপর কোরআন নাযিল করলেন ও তাকে রিসালাত দিলেন তখন তাঁর গোত্রের অন্যান্য অহংকারী দাম্ভিকরা তা মেনে নিতে পারলেন না এবং প্রশ্ন ছুড়ে দিতে থাকলেন।

১। কেন এত লোক বাদ দিয়ে শুধু তার উপর কোরআন নাযিল হল ?

২।তিনি ( মু: স: ) কি বাপ-দার প্রচলিত বহু মালিক / প্রভু বাদ দিয়ে শুধু একজনকে প্রভু মানবেন?

৩। শুধু একজনের ইবাদত করবেন ? ইত্যাদি ।

তখন আল্লাহর পক্ষ থেকে বানী আসে “এরুপ পূর্ববর্তীদের প্রতিও বিদ্রুপ করা হয়েছিল ।

বলা হয়েছে যখনই কোন নবী / রসুল তাঁর গোত্রের জন্য নাযিল হয়েছে তখন ই তাঁকে যাদুকর , পাগল ও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে ।

প্রকৃত পক্ষে যারা তাদেরকে যাদুকর , পাগল ও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে তাদের ছিল না কোন

প্রমানিত কিতাব , দলিল , চরিত্র । ফলে তারা লাগামহীন কথাবার্তা বলতেন ।

তাই এর ধারাবাহিক আমরা এখনও দুনিয়ায় দেখতে পাই ।

যারা আলেমদের / ইসলামী স্কলারদের ( যারা আল্লাহর কোরআন ও রসুলের সুন্নাহ নিয়ে কথা বলে ) তাদেরকে

জঙ্গী , সন্ত্রাসী , মৌলবাদী সহ বিভিন্ন প্রতিশব্দে বিদ্রুপ করা সহ রাষ্ট্র যন্ত্রের আইন ব্যবহার করে কষ্ট এমনকি মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন ।

তাদের প্রতি আহবান সত্যকে জানুন বুঝুন ও সময় থাকতে সুধরিয়ে নিন ।

আমীন

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *