ধর্মান্ধ কি ? প্রচলিতভাবে কিভাবে প্রকৃত ধর্মান্ধরাই বিকৃত করে , ধর্ম বিষেজ্ঞদের ধর্মান্ধ আখ্যা দিল ? এবং ধর্মান্ধ মানুষও তাই মেনে নিল !
মতামত : প্রচলিতভাবে আমরা ধর্মান্ধ ও মৌলবাদী নামের শব্দ
দু’টির বিকৃত অপব্যাবহার দেখে আসছি । যারা প্রকৃতপক্ষে কোরআন অনুসরণ করে না , তাঁরাই আল্লাহর বিধান সম্পর্কে অন্ধ এবং তাঁরাই ধর্মান্ধ ।
বরং তারা কোরআনের অনুসরন না করে , অন্ধ অনুসরন করে । যেমনটি
সূরা আ’রাফ , আয়াত ১৭৩ উল্লেখ করা হয়েছে ,
أَوْ تَقُولُواْ إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّن بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ ﴿١٧٣﴾
অনুবাদ : কিংবা তোমরা যেন না বল, আমাদের পূর্ব পুরুষগনই তো আমাদের পূর্বে শিরক করিয়াছে, আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর ; তবে কি পথভ্রষ্টদের কৃত কর্মের জন্য তুমি ( আল্লাহ )আমাদিগকে বংশ করিবে?
তাহলে , পিতা-মাতা বা পূর্ব পুরুষগন কোরআনের বিধানে অজ্ঞ বা অন্ধ হলে তাদের অজুহাত দাড় করিয়ে যারা তাদের অনুসরণ করবে তাঁরাই প্রকৃতপক্ষে ধর্মান্ধ ।
সুতরাং ধর্মান্ধ ও মৌলবাদী নাম দিয়ে যারা কোরআনের জ্ঞানে বিজ্ঞ জ্ঞানীদের ধর্মান্ধ বলে আখ্যায়িত করেছেন তাঁরাই প্রকৃত পক্ষে ধর্মান্ধ, তাতে কোন সন্দেহের অবকাশ নেই ।
আল্লাহ সুবহানু তা’য়ালা এই প্রকৃত ধর্মান্ধদের সরূপ বর্ননা করতে গিয়ে উদাহরণ হিসেবে বলেন :
সূরা আ’রাফ , আয়াত ১৭৫
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَـٰهُ ءَايَـٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَـٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ
( হে রসূল ) “ তাহাদিগকে ঐ ব্যাক্তির ( দুর্বল চিত্ত ও লোভী ব্যাক্তির ) বৃত্যান্ত পড়িয়া শুনাও যাহাকে আমি ( আল্লাহ ) দিয়েছিলাম নিদর্শন (কোরআন) , অত:পর সে ইহাকে ( আল্লাহর নিদর্শন ) বর্জন করে , পরে শয়তান তাহার পিছনে লাগে , আর সে বিপথগামীদের অন্তর্ভূক্ত হয় ।
এখানে আল্লাহ সুবহানু তা’য়ালা উদাহরণ দিয়ে প্রকৃত ধর্মান্ধদের সরূপ উন্মোচন করে দিয়েছেন , যা বুঝতে মোটেও কষ্ট হওয়ার কথা নয় ।
যারা আল্লাহর কোরআন অধ্যায়ন করে না , জানে না ও মানে না , তারা নেহায়েত পিতা-মাতা, পূর্ব পুরুষ , দলীয় নেতা , শীর্ষ কর্ম -কর্তা, পীর – মাশায়েখ , ঈমাম , ওয়াজি ও শিক্ষকদের অন্ধ অনুসরন করেন , তাঁরাই প্রকৃতভাবে দুর্বল ঈমানী শক্তির অন্তর্ভূক্ত এবং তাঁরাই ইবলিসের অপকৌশলে কোরআন থেকে দুরে সরিয়ে যায় ।
আর তাঁরাই ধর্মান্ধ !
আল্লাহ সুবহানু তা’য়ালা আমাদের কোরআন অধ্যায়ন করা ও বুঝার তৌফিক দিন ।
আমীন ।।
আহমেদ জাফর
বি: দ্র : দয়া করে আমার পেজের
পোষ্টগুলো পড়ে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে মূল্যায়িত করবেন । আপনার একেকটি কমেন্ট শয়তানের বিপক্ষে জ্ঞানের
কৌশলে জয়ী হওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাক্ষী হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ ।
আমার পেজের লিং :
https://www.facebook.com/researchonislam/
Group : research on quran forum
আমার
Website: www.anhuibest.net
ভিজিট করে Blog এ ও
পোষ্টগুলো পড়তে পারবেন এবং রীতিমত
শেয়ার করে অন্যকে পড়ার সুযোগকরে দিন ।
No comment