সফর বা ভ্রমনকালিন কসর নামাজ বা নামজ সংক্ষিপ্ত করণ প্রসংগে ।
সূরা নিসা ৪/১০১
وإذا ضربتم فى الأرض
যখন তোমরা দুনিয়ায় ( দেশ-বিদেশে ) সফর বা ভ্রমন করিবে ,
فليس عليكم جناح ان تقصروا من الصلواة
তোমাদের জন্য কোন দোষের নয়, যদি নামাজ কসর বা সংক্ষিপ্ত করা হয় ।
ان خفتم ان يفتنكم الذين كفروا ط
যদি তোমরা কাফিরদের পক্ষ থেকে ফিতনা
( পরীক্ষা, প্রলোভন , দাঙ্গা , বিশৃঙ্খলা , গৃহযুদ্ধ , শিরক, কুফর , ধর্মীয় নির্যাতন ইত্যাদি ) করিবে এমনটি আশংঙ্কা কর ।
এখন প্রশ্ন হল যে প্রেক্ষাপটে এই আয়াতটি নাযিল হয়েছে, তখন এরকম ফিতনার আশংকা করা হত বলে নামাজ কসর করার বিধান হয় ।
আবার এরকমও উল্লেখ আছে যে , মু: স:
তদরূপ কোন আশংকা ব্যাতিরেকও সফরে সালাত / নামজ কাসর করিয়াছেন ।
যার। উপর ভিত্তি করে , প্রচলিত নিয়মে,
আমরা বিভিন্ন নামাজের বই বা নামাজের মাসা’লা বই পড়ে দেখি কোন ম’মিন যদি ,
নীজ বাড়ি থেকে ৪৮ মাইল বা ৭০ কি: মি: বা তার চেয়েও দুরে কোথায়ও সফর বা ভ্রমনে বের হয় এবং সেখানে যদি ১ সপ্তাহের কম সময় অবস্থান করার ইচ্ছা থাকে তখন তাহার নামাজ কসর করার বিধান আছে ।
তাহলে প্রশ্নের উদ্রেক হয় :
১। ফিতনার আশংকা ছাড়াও মুহম্মদ স: যখন সাহাবীদের নিয়ে চলতেন তখন বিভিন্ন ওজোরে
সালাত কাসর করে থাকতে পারেন ।
কিন্তু আমরা এটা সর্বজনীন করা কি উত্তম প্রথা হবে ?
২। আমরা যখন গনপরিবহনে কোথাও যাই তখনও যাত্রা পথে , গাড়ী নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে , সেটা এর আওতায় পড়লেও যখন নিজ্বস্ব পরিবহন নিয়ে স্বাধীন মত ভ্রমন করি , তখনও কি কাসর হবে ?
৩। পথিমধ্য ছাড়া গন্তব্যে নিরাপদে অবস্থান কালে , ১ সপ্তাহের কম অবস্থান করলেও কি কাসর পড়তে হবে??
৪। সফর যদি কোন সম্পূর্ণ নিরাপদ শহরে হয় , তখনও কি কাসর প্রযোয্য ?
৫। ৭০ কি: মি: বা তার বেশী – এই দুরত্বের বার টি কিভাবে প্রয়োগ করা হল ?? কারণ তখনকার পরিবহন ব্যাবস্থা ও এখনকার বা ভবিষ্যতের ব্যবস্থা এক হবে না । তখন কি হবে ?
৬। অনেক মুসলিম দেশেও দেখি নামাজের সময়ে অনাকাঙ্খিতভাবে ফিতনা হয়, এরূপ আশংকা করলেও কি কসর করা যাবে ?
অতএব ,
হে মানব জাতি প্রশ্ন রাখি :
০১। কোরআন বোঝা ও আলম করার জন্য যুগের আলোকে তরজমা ও তাফসীর সংস্কার করার কতটা প্রয়োজন ?
০২। কাসর সালাত নিয়ে মুফতি দের পক্ষ থেকে স্পস্ট দলিল সহ মতামত আশা করছি । দয়া করে মানবের কল্যানে মতামতের স্বাক্ষর দিবেন ।
০৩। যারা আমার এই পোষ্ট পড়বেন সকলের প্রতি একান্ত আহবান , অন্তত বাংলা কোরআন শরীফ এবং তাফসির দেখে চিন্তা করুন ও কসর নিয়ে মতামত দিন ।
মতামত ভুল হলেও কোন সমস্যা নেই বরং অধ্যায়ন করার ইচ্ছা পোষণ করায় আল্লাহ পুরুস্কারিত করবেন , ইনশাআল্লাহ ।
আমীন ।।
আহমেদ জাফর ।
No comment