মু’মিন কে বা কারা ?
১। প্রশ্ন : মু’মিন কে বা কারা ? মু’মিনের পরিচয় কি? মু’মিনের নামাজ আদায়ের নিয়মাবলী ও শর্ত কি ?
সূরা বাকারা – ২/৩
الذين يوًًمنون بالغيب ويقيمون الصلواة ومما رزقنهم ينفقون.
ক) যারা অদৃশ্যে ( দৃষ্টির অন্তরালের বস্তু , অনুভুতি বা শক্তির , যাহা ইন্দ্রানুভুতির অতীত , যেমন আল্লাহ , মালাইকা / ফিরিস্তা , আখিরাত / শেষ দিবস , জান্নাত, জাহান্নাম , আল্লাহর শক্তি , ক্ষমতা , বিচার , হিকমত ইত্যাদি ) এর প্রতি
ঈমান আনে ,
খ) ويقيمون الصلواة
যারা নামাজ কায়েম করে – কায়েম করা বলতে যা বুঝায় তা হ’ল , যথাযথভাবে, যথা নিয়মে , যথা সময়ে , সকল শর্ত পালন করিয়া নামাজ আদায় করা ।
খ/১ ) যথাযথভাবে ও যথা নিয়মে- বলতে কি বুঝা যায় ?
বলা বাহুল্য মু: স: মিরাজে গিয়ে নামাজ আদায় করার নিয়ম , আল্লাহর পক্ষ থেকে তা’লিম নিয়ে আসেন । তা’হলে তার আগে কিভাবে নামাজ বা ইবাদত করতেন ?
নিশ্চয়ই মু: স: যে নিয়মে নামাজের তা’লিম পেয়েছেন ও আমাদের শিক্ষা দিয়েছেন , তার থেকে নিয়মে বৈসম্য ছিল । কিন্তু তাও যথার্থ ছিল কারণ তা স্বীকৃত না হলে আল্লাহ নিশ্চয় সেই কালের রাসুলদের জানিয়ে দিতেন ।
তাহলে আমাদের কর্তব্য হল মু: স: যে নিয়মে ও প্রকৃয়ায় আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন , আমরা যেন যথাযথভাবে সেই নিয়ম ও প্রকৃয়া অনুস্বরন করি ।
খ/২ ) যথা সময়ে – নামাজ আদায় করার ক্ষেত্রে সময়ের গুরুত্ব অপরিসীম ।
খ/৩) সকল শর্ত পালন করিয়া- আরকান – আহকাম সহ নামাজের সকল শর্ত পালন করা অত্যাবশকীয় ।
খ/৩/১ : জুমু’য়ার নামাজের শর্ত : সূরা জুমা -৬২/৯ – জুমু’য়ার দিনে নামাজের জন্য আহবান করা হলে , আল্লাহর স্বরণে ধাবিত হওয়ার নির্দেশ ।
ক্রয় -বিক্রয় ত্যাগ করার নির্দেশ ।
ইহাই মু’মিনদের জন্য শ্রেয় যদি তা মু’মিনরা উপলব্দি করতে পারে ।
প্রশ্ন হল আমরা ক’জন উপলব্দি করতে পারি ?
খ/৩/২ ) সূরা মাউন ১-৬ । শর্ত :
১। যারা ইয়াতীমদের রূঢ়ভাবে তাড়াইয়া দেয় ।
২। অভাবগ্রস্থকে খাদ্যদেনে উৎসাহ দেয় না ।
৩। যারা যারা সালাত বা নামাজ আদায়ে উদাসীন ।
৪। যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে ।
৫। যাকাত সহ গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট-খাট সাহায্যদানে বিরত থাকে ।
* فويل للمصلين
* সুতরাং দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের ।
তাই যারা নামাজ আদায়ের তথা কবুলের লক্ষ্যে এতদসংক্রান্ত শর্ত পালন করে না , তাদের জন্য দু্র্ভোগ কথা আল্লাহ স্বরণ করিয়া দিয়েছেন ।
প্রশ্ন হল , যারা অন্যের হক্ব নষ্ট করে , ঘুষ খায় তাদের নামাজ কি কবুল হবে ?
খ/৪) নিষ্ঠার সহিত সালাত সম্পন্ন করা : নামাজ অবশ্যই ধীর-স্থির ভাবে তাড়া-হুড়া না করে নিষ্ঠার সাথে আদায় করতে হবে ।
একটু ভেবে দেখুন , নামাজে পঠিত দোয়া ও সূরা -কালাম যা আমরা প্রতিনিয়ত পাঠ করি , তার কি অর্থ আমরা বুঝি বা বুঝার চেষ্টা করি ?
যদি না বুঝি তাহলে আল্লাহর দরবারে আপনি ইবাদতের নামে কি ফরিয়াদ করলেন ?
বলা বাহুল্য আপনি নামাজ আদায় করার লক্ষ্যে ও উদ্দেশ্য হল , নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া।
তাহলে যদি শর্তই পালন না করি তবে কি নামাজ কবুল হবে ???
গ) নামাজ আমাদের প্রতিদিনই শিক্ষালাভ করার উপকরণ হিসেবে আল্লাহর দেয়া অন্যতম নেয়ামত । যা খারাব কাজ ও চিন্তা থেকে দুরে রাখে ।
তাহলে এবার একটু ভাবুন আমরা কে কে মুমিন ?
আর সকল শর্ত ও নিয়ম মানার স্বাপেক্ষে কার কার নামাজ কবুল হতে পারে ?
আর এই সকল শিক্ষার একমাত্র উৎস কোরআন ।
যা অধ্যায়ন করা ফরজ করা হয়েছে ।
অথচ মানব জাতিকে ইবলিস এর থেকে কত কৌশলে দুরে ঠেলে দিল যা মানুষ আজও উপলব্দি করতে পারল না ?
আমীন ।।
আহমেদ জাফর ।
No comment