কোরআন কি কোন দল, জাতি গোষ্টির যে, প্রতিপক্ষ অপমান করবে ? আর অপমানকারীদের প্রতিপক্ষ আন্দোলন করবে ?
প্রিয় বিশ্ব মানব জাতি,
السلام عليكم ورحمة الله وبركاته
ভাবতে আযব লাগে যখন দেখি একবিংশ শতাব্দিতে এসে অর্থাৎ কোরআন নাযিল
হওয়ার ১৫০০ বছর পরেও কোরআন এর
সত্যতা নিয়ে কোন জাতি বা
গোষ্টি প্রশ্ন তুলতে পারে !
কারণ কোরআন যে মহান স্রস্টা রব্বুল আ’লামীনের পক্ষ থেকে একমাত্র বিধান যা
মহা বিশ্বের ( The Universe এর ) তিন
কুলেরই জ্ঞান সমৃদ্ধ পরিপূর্ণ বানী , যার স্বচ্ছতার
প্রমান স্রস্টা নিজেই প্রমান করে দিয়েছেন ।
এবং তা মানব রচিত কোন বানী হতেই পারে না ।
অথচ মানব জাতির মধ্যে ইবলিস এমনই
কৌশল করে ফেলল যে একটি বৃহৎ
জনগোস্টি এখনও তা বুঝতে বা মানতে পারল না ?
বরং যারা বুঝতে পারল তাদের সাথে যারা বুঝল না পরস্পরের মধ্যে
বিরোধ বাধিয়ে , দুপক্ষকেই তথ্য সন্ত্রাসের মাধ্যমে জ্ঞান শুন্য বা জ্ঞানের বিচারে উলঙ্গ করে ছাড়ল ?
আবার সেই জাতিগত দাঙ্গা পরিবার, সমাজ, দেশ ও আন্তর্জাতিক সকল পরিমন্ডলে তীব্রতর হতে
হতে বিষাক্ত পরিবেশ সৃস্টি করায় , মানবের মধ্য থেকেই ইবলিস তার শিষ্য বানিয়ে ফেলল ?
আফসুস,
১। হে মানব জাতি, একটু নিভীড়ভাবে কি
চিন্তা করা যায় না ?
২। মানবের সাথে মানবের ফেতনা কি
কমানো যায় না ?
৩। জ্বীন থেকে দেখে ফিরিস্তারা যে ভবিষ্যত
বানী স্রস্টাকে দিয়েছিল , মানব কি তার স্রস্টার
অঙ্গীকারের মর্যাদার স্বার্থে ফেতনা থেকে দুরে থাকতে পারে না ?
৪। মানব কি অন্য মানবকে ইবলিসের
কৌশলে প্রতিপক্ষ বানিয়ে হতাহত করলেই কোন
সমাধান হবে ?
৫। কোরআনের শিক্ষায় শিক্ষিত জন তাদের দাওয়াত প্রকৃয়ায় নগ্ন ও দুর্বল কৌশলের কারনে বৃহৎ জনগোষ্টি এখনও কোরআন শিক্ষা থেকে দুরে থাকার দায়ভার কি তথাকথিত আলেমদের উপরে বর্তাবে না ?
নিশ্চয়ই না , বরং যারা এখনও কোরআনের জ্ঞানে অজ্ঞ, যে কোন উপায়ে তাদের মধ্যে কোরআনের জ্ঞান সঞ্চার করতে সক্ষম হলেই চীর শত্রুও চীর জীবনের জন্য বন্ধু হতে বাধ্য ।
তাই আসুন,
ক) আর কাকেও ধর্ম নিয়ে কটাক্ষ না করি ।
খ) কোরআন শিক্ষার সঞ্চালন ঘটানোর চেষ্টা করি।
গ) যার মধ্যে কোরআনের শিক্ষা নেই তাকে / তাদেরকে প্রতিপক্ষ না ভেবে , কৌশলে কোরআন শিক্ষার সঞ্চালন ঘটানোর চেষ্টা অব্যাহত রাখা হোক ।
ঘ) কোরআন শিক্ষায় শিক্ষিতজন , অনুসারী নয় বরং নেতৃস্থানীয় ভুমিকা পালন করার যৌগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে ।
ঙ। নেতৃস্থানীয়দের কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ।
আমীন ।।
আহমেদ জাফর
No comment