বাংলাদেশের জাতীয় ধর্ম কি ?

বিষয় : বাংলাদেশের জাতীয় ধর্ম কি ?

বাংলাদেশের জন্মের পূর্বে এবং তত পরবর্তী তেও সর্বকালে আমরা জেনে আসছি , “ রাষ্ট্র ধর্ম ইসলাম “।

তাহলে এখন বিতর্ক কেন ???

কার বা কাদের স্বার্থ জড়িত ???

সে যাই হোক ,

ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম , আল্লাহর একমাত্র স্বীকৃত ধর্ম ।

তাই কোন দেশ বা দেশ তাত্বিক জাতি স্বীকৃতি না দিলেও ইসলামের বা আল্লাহ পাকের কোন ক্ষতির ঝুঁকি নেই ।

বরং যারা এর বিরোধিতা করবে , তাঁরাই বেশী ঝুঁকির মধ্যে পড়বে ।

সুতরাং যদি তারা এর পরিনাম বুঝত তাহলে আমি হলফ করে বলতে পারি কোন একজন ব্যাক্তিও এর বিরোধিতা করত না ।

তাই সকলের প্রতি উদাত্ত আহবান , ধর্মাজ্ঞতা বশত: সংঘাত , বিরোধিতা না করে আগে কোরআন অধ্যায়ন করুন , বুঝুন এবং তার পরে সিদ্ধান্ত নিন ।

শুধু দেশ নয় বরং সারা দুনিয়া শান্তিময় হবে , ইনশাআল্লাহ ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *