“ধর্ম যার যার উৎসব সবার “

১। কথাটি কার ?

২। কোরআনের বানী না কি

৩। হাদীসের বানী ?

৪। কোন মুসলিমের না অমুসলিমের ?

৫। মুসলিমের কোন ধর্মীয় উত্সবে কি অমুসলিমদের কোন ভুমিকা বা অংশ গ্রহনের সুযোগ আছে ?

৬। অমুসলিমের উৎসবের মূল আয়োজন কি? গান , বাজনা , পুঁজা অর্চনা করা ইত্যাদি ? তা কি মুসলিমরা পালন করতে পারে ?

৭। অমুসলিমের কোন ধর্মীয় উৎসব কি মুসলিম কোরআন , হাদীস বা শরীয়া সমর্থন করে ?

৮। কবে বা কখন থেকে এই রীতি চালু করলেন ?

৯। কোন দলিল বা কিসের ভিত্তিতে , দায়িত্বপূর্ণ চেয়ার দখল করে দায়িত্বহীন মন্তব্য করেন ?

১০। যারা এই মতের পক্ষে আছেন তারা কি মুসলিম ?

১১। কোন প্রকৃত মুসলিম অন্য কোন ধর্মের বা মতবাদের

ধর্মীয় উপসনালয় ভাঙ্গার বা নষ্ট করার নৈতিক কোন অধিকারও নেই । সুতরাং যদি কেহ এধরনের অঘটন করে বশে তারা কি ইসলামের অনুসারী হতে পারে?

১২। মুসলিম নামীয় লেজারভক্ত বা বংশীয় হলেই সে মুসলিম হতে পারে না । মুসলিম হতে হলে তাকে আমলের শর্ত পূরণ করতে হয় । সুতরাং যারা আমলের শর্ত পূরণ করেন না তারা কি মুসলিম ?

১৩। মন্ডপে কোরআন রাখার নিশ্চয়ই কোন না কোন উদ্দেশ্য থাকতে হবে । মুসলিমদের আকিদার মধ্যে কোন উদ্দেশ্য কি এখানে বিদ্যমান থাকতে পারে ?

১৪। বাপ দাদা কোন আচারনে না জেনে না বুঝে ভূল করলে আপনিও তাই করতেই থাকবেন ।

১৫। মা-বাবা বা পূর্ব পুরুষ পাপের চাষাবাদ করে থাকলে আপনি কি তাই করতেই থাকবেন ?

১৬। আপনার আমার ও আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যও আমরা ভূল বা পাপের ফসল ফলিয়ে যাব?

১৭। সংশোধনের দায়িত্ব কার উপর রেখে যাবেন ?

১৮। আপনি কি মুসলিম দাবী করে আক্বল , কোরআন ও হাদীসের বাহিরে নিজস্ব মতামত দেয়ার ক্ষমতা রাখেন ?

১৯। কোরআন বুঝতে চার স্তরের পর্যায়ক্রমিক নিরাপত্তা মানতে হয় । যেমন :

ক) আঁক্বল – আল্লাহ প্রদত্ত অপ্রমানিত সাধারন জ্ঞান ।

খ) কোরআন – আল্লাহ প্রদত্ত প্রমানিত জ্ঞানের মূল উৎস ।

গ) হাদীস – আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে রসূলের দ্বারা উৎকর্শিত প্রমানিত জ্ঞান ।

এগুলো মেনে কি কোরআন অধ্যায়ন করেন ।

২০। আপনি নিজে কোরআন না পড়ে , না বুঝে , অপর কোন ব্যাক্তির মুখে শুনা , বিভিন্ন লোক মুখে শুনা , ইবলিসের বানানো চক্রান্ত শুনা , মুনাফিকের চক্রান্ত পড়ে শুনা ইত্যাদির উপর ভিত্তি করে কোরআনের অবলাগ করার ক্ষমতা রাখেন ?

প্রত্যেকেই প্রশ্নগুলো নিজে নিজে একটু চিন্তা করে আক্বলের মাধ্যমে লিখিত উত্তর প্রস্তুত করুন । দেখি কে কি উত্তর দিতে পারেন?

আশাকরি , উত্তর খুঁজতে গিয়েই আক্বল পরিপক্ক হবে , ইনশাআল্লাহ ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *