যারা মানুষকে গোমরাহ করার উদ্দেশ্যে মিথাচার করে ও বিশ্বাসীদের গান বাজনার প্রমোদনা সহ ঠাট্টা- বিদ্রূপ করে তাদের পরিনতি কি হবে ?

প্রান প্রিয় পাঠক সমুদয় ,

‎السلام عليكم ورحمة الله وبركاته

আজকের বিষয় : যারা মানুষকে গোমরাহ করার উদ্দেশ্যে মিথাচার করে ও বিশ্বাসীদের গান বাজনার প্রমোদনা সহ ঠাট্টা- বিদ্রূপ করে তাদের পরিনতি কি হবে ?

সূরা লোকমান , আয়াত নং ৬ ।

ومن الناس من يشتري لهو الحريش ليضل عن شبيل الله بعير علم ويتخذها هزوا ط آبائك لهم عذاب مهين ًً.

অনুবাদ : এক শ্রেনীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ হইতে গোমরাহ করার উদ্দেশ্যে ( কোরআনের জ্ঞান না থাকার কারনে ) অবান্তর কথা-বার্তা সংগ্রহ করে (ক্রয় করে ) এবং ঠাট্টা বিদ্রূপ করে , এদের জন্য রয়েছে (জাহান্নামের) অবমাননা কর শাস্তি ।

সাধারণ লোকের জ্ঞাতার্থে একটু বিশ্লেষণ করা যাক ।

শানে নুযুল থেকে পাওয়া যায় – ১। নবী ক: স: বলেছেন , তোমরা গায়িকার ক্রয় বিক্রয় করবে না । তাদেরকে গান বাজনা শিক্ষা দিবে না । এ সবের ব্যবসায় কোন কল্যান নাই । এদের বিক্রিত মূল্য হারাম ।

তাহলে একটু চিন্তা করুন :

ক) আমাদের মধ্যে অনেকেই , ভাল নাম করা কোন গায়িকা বা নায়িকার একক সন্ধ্যা অনুষ্টানে

টিকিট মূল্য কোন ব্যাপার নয় , সামনের সন্মানী চেয়ারের জন্য যত টাকা লাগে খরচ করে ।

কিন্তু ধর্মীয় কাজে চাইলে পকেট শুকিয়ে যায় ।

খ) এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য নেতারা বলা মাত্রই পাতি নেতারা খরচ করতে শুরু করার প্রতিযোগিতা লেগে যায় ।

এ টাকার কোন উৎস তল্লাশি করা হয় না । যাকাত বা ট্যাক্স প্রাপ্ত হওয়া লাগে না । পক্ষান্তরে মসজিদ -মাদ্রাসায় দান করলে বলেন , ব্যাটা এত টাকা কোথায় পেল ?

এক্ষেত্রেও সংশ্লিষ্ট সকলের জন্য রয়েছে জাহান্নামের অবমাননাকর শাস্তি ।

২। নজর ইবনে হারেছ , পারস্য দেশের বিভিন্ন গল্প পথি বই সংগ্রহ করে মক্কায় এসে লোকদের পাঠ করে শোনাত আর

বিদ্রুপ করে লোকদের বলত মুহম্মদ স: তোমাদের আদ , সামুদ ও অতীতের নানা জাতির কিচ্ছা পাঠ তরে শোনান । ফলে লোকজন তার এই গল্প – পুঁথি শুনতে আগ্রহী হত এবং কোরআনের মজলিসে লোক সমাগম কম হত ।

বর্তমান অবস্থার প্রেক্ষাপটে লোকজন গান , বাজনা , নাটক সিনেমা , অশ্লীল ভিডিও দেখতে বা শুনতে আগ্রহী হয়ে পরেছে ।

অথচ কোরআনের মজলিসে বা অধ্যায়নের জন্য আহবান করলে লোক পাওয়া যায় না ।

এক্ষেত্রেও সংশ্লিষ্ট সকলের জন্য রয়েছে জাহান্নামের অবমাননাকর শাস্তি ।

৩। নজর ইবনে হারেছ একটি দাসী ক্রয় করে তাকে দিয়ে ইসলাম ধর্মে দিক্ষিত হতে ইচ্ছুক লোকজনের কাছে গিয়ে তাদের গান বাজনা ও সরাব পান করানোর প্রস্তাব দিত ও বলত মুহম্মদ স: এর নামাজ , রোজার চেয়ে এগুলো কতই না উত্তম ।

বর্তমান অবস্থার প্রেক্ষাপটে একটু চিন্তা করুন , মেয়েদের দিয়ে প্রলুব্ধ করে কত মানুষকেই না ইবলিসের দোষররা বিপথগামী করছে !

এক্ষেত্রেও সংশ্লিষ্ট সকলের জন্য রয়েছে জাহানেনামের অবমাননাকর শাস্তি ।

করনীয় :

১। জাতি -ধর্ম বর্ণ -গোত্র , ছোট -বড় , উঁচু -নিচু

সকলের জন্য কোরআন শিক্ষা ফরজ / স্রস্টার পক্ষ থেকে জ্ঞানের এক মাত্র প্রমানিত প্রধান গ্রন্থ অধ্যায়ন করা গুরু দায়িত্ব পালন করতে হবে ।

২। প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে শিক্ষার্থী ও শিক্ষকের ভুমিকায় অবতীর্ন হতে হবে ।

তাহলেই মানব জাতির পরিত্রান হবে ।

আমীন

আহমেদ জাফর ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *