জ্ঞানার্জনের মূল উৎস : কোরআন ও সুন্নাহ ।

জ্ঞানার্জনের মূল উৎস : কোরআন ও সুন্নাহ ।

বাংলাদেশের সরকার যদি জ্ঞানার্জনের মূল উৎস কোরআন ও সুন্নাহ এর গুরুত্ব সম্পর্কে সম্মক ধারনা থাকত তাহলে ,

কোরআন ও সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলেক করা হত যা প্রত্যেকের জন্যই ফরজ ।

যদি ইবতেদায়ীতে কোরআন শিক্ষা / পড়তে না পারলে কোথাও স্টান্টার্ড ওয়ানে ভর্তি না নেয়ার ব্যবস্থা করা হত ।

অতপর এস এস সি পর্যন্ত কোরআন ও সুন্নাহ মূল শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হত।

* তাহলে নামাজ , রোজা সহ সকল আক্বিদা এমনিতেই আদায় করা হবে , ইনশাআল্লাহ ।

* মানুষ তার কর্তব্য সম্পর্কে জানত ।

* মানব সৃস্টির উদ্দ্যেশ্য সম্পর্কে জানত ।

তাহলেই মানুষ হানা-হানি থেকে বেঁচে যেত।

সবাই কমেন্ট করে মন্তব্য পেশ করুন ও শেয়ার করে অন্যকে জানা ও বুঝার সুযোগ করে দিন ।

আমীন ।।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *