কারিকুলাম ও শিক্ষা
কারিকুলাম ও শিক্ষা :
“আমি হব সকাল বেলার পাখি , সবার কুসুমবাগে উঠব আমি ডেকে”
কারিকুলামে পঠিত সেই ছেলেটি তার বাবা-মা সহ সকাল বেলায় আর উঠে না।
এ রকম , ধর্ম – কর্ম , আখলাক – চরিত্র , পরিবার -সমাজ-রাষ্ট্র কোথাও যেন পঠিত বানীর মর্মার্থ বুঝেও না বা আমল করে না ।
শয়তান তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষকে মৌলিক জ্ঞান শুন্য করে উলঙ্গ করে ছেড়েছে । ফলে মানুষ হারিয়েছে :
* মানুষত্ববোধ
* ধর্ম বোধ
* মৌলিক শিক্ষা ( আল্লাহর দেয়া ) Common Sense ) , কোরআন ও হাদীস/ সুন্নাহর শিক্ষা ।
তাই সকলের প্রতি আহবান আক্বল কাজে লাগান , পড়ুন , বুঝুন ও আমল করুন ।
আমীন
No comment