Demonstrators rally at Monument Circle in Indianapolis March 28 to protest a religious freedom bill signed in to law by Indiana Gov. Mike Pence. More than 2,000 people gathered at the state Capitol to protest Indiana's Religious Freedom Restoration Act because they say it would promote discrimination against individuals based on sexual orientation. (CNS photo/Nate Chute, Reuters) See RFREEDOM-INDIANA March 31, 2015.


ধর্মের নামে পরিকল্পিত সংঘাত ।

তাৎক্ষনিকভাবে প্রাপ্ত ও ইসলামের প্রারম্ভিক যুগ থেকেই স্টাডি লব্দ উপাত্তের ভিত্তিতে এ ধারনা প্রমানিত :

১। মুসলিমরা আঘাত করে না বরং আল্লাহর অতাৎক্ষনিক ( কোরআন , হাদিস এর ) নির্দেশে প্রতিঘাত করে ।

২। মিডিয়া ও ইসলাম বিদ্বেশিরা প্রতিঘাতকে আঘাত বলে প্রচার ও প্রপাগান্ডা চালাতে থাকে ।

৩। মুসলিমরা আগে প্রচার করে না কারণ :

ক) তারা প্রচার মিডিয়ার উপর কন্ট্রল কম রাখে ।

খ ) আল্লাহকে হাজির নাজির করে , তার নির্দেশে কাজ করে ।

৪। মুসলিম নামধারী তাগুত কাফের ও মোনাফিকরা মুসলিমদের আসল আদব , আকিদা, নিয়ম নীতি, আল্লাহর সরাসরি অনুসাশন না মেনে না জেনে কাজ করায় :

ক) নিজেরাই জানেন না কখন মনের অজান্তে কাফের বনে গেছেন ।

খ) বিধর্মীরা , মুসলিম বিদ্বেশিরা তাদের কথা কাজ ও আকিদাকে মুসলিমের বানী ও আকিদা মনে করে মুসলিমদের ভালভাবে ব্যাখ্যা না করে ও সমাজে ভুল তথ্য ছড়ায় ।

গ) মুসলিমরা বিশৃঙ্খলা / ফাতনা ঘটায় না বরং পরিকল্পিতভাবে নামে রটানো হয় ।

৫। মুসলিমরা স্রস্টার অনুসাশন করতে ও মানতে বধ্যপরিকর । তা যখন কেহ না মানবেন তখন সে মুসলিম থেকে খারিজ হয়ে যায়, আর তখন সে যে কাজ করবে তা মুসলিমের আকিদা বলে ছড়ানো হলে তার দায় মুসলিম নিতে বাধ্য নয় ।

পরামর্শ

১। জাতি- ধর্ম নির্বিশেষে সকলকে কোরআন পড়ার পরামর্শ দেই । প্রয়োজনের আমরা অনলাইনে ফ্রী

শিক্ষা কোর্সে ভর্তির ব্যবস্থা করব যাতে ২ সপ্তাহে কোরআন পড়া যায় ।

২। মিথ্যাচার বন্ধ করার পরামর্শ যাতে ব্যাক্তি পরিবার জাতি সবাই সংঘাত থেকে বেঁচে যাবে , ইনশাআল্লাহ ।

৩। বিভিন্ন প্রতিষ্ঠান , অফিস সমূহে সপ্তাহে ৩ দিন করে নামাজের পাশা-পাশি কোরআন শিক্ষা ও তাফসির অধ্যায়ন কোর্স অনলাইন ও অফলাইনে চালু করা হোক । প্রয়োজনীয় সকল ব্যাবস্থা ন্যায় সংগত ভাবে করা হোক ।

৪। ইসলামের দৃষ্টিতে অজ্ঞ অনভিজ্ঞ লোক নিয়োগ দিয়ে ইসলাম কুলশিত করার রীতি বন্ধ করা হোক । যোগ্য লোক দ্বারা যথাযথ স্থান পূর্ন করা হোক ।

৫। মূর্খ্য লোকেরা ক্ষমতা হনন করে ইমাম বা অন্য কোন নিয়োগ প্রকৃয়ায় অবসান হোক ।

৬। ব্যাক্তির নিজস্ব মতামতের দায়ভার যাতে রাষ্ট্রকে হহল করতে না নয় , সে ব্যবস্থা করা হোক ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *