মেয়েরা উচ্চ স্বরে কোরআন পড়তে পারবে কিনা ?

প্রিয় সায়েখ জনাব আহমাদুল্লাহ সাহেবের মাসালা সমৃদ্ধ আলোচনা সময় পেলেই শুনি ।

আজকে মেয়েদের তেলাওয়াত নিয়ে আলোচনার উপর কিছু প্রশ্ন :

১ । মেয়েরা উচ্চ স্বরে কোরআন পড়তে পারবে কিনা ?

আপনার উত্তর পারবে না ।

এটা কি প্রকাশ্য কোন দলিল আয়াত আছে ?

না কি হাদিস আছে ?

না কি কিয়াস এর আদলে বলেছেন ?

না কি আক্বলের দ্বারা স্বীকৃত ?

বরং আমি মনে করি কোরআন পড়া / অধ্যায়ন করা সকল মানবের জন্য ফরজ করা হয়েছে ।

১। কোরআন শিক্ষা লাভ না করা সব চেয়ে বড় কবীরা গুনাহ ।

২। তা অধ্যায়নের জন্য মানুষকে প্রতিযোগীতায় নামানোর জন্য উৎসাহ দেয়া উচিত ।

৩। হজ্জের সময়ে আমরা কি নারী পুরুষ একত্রে জামায়াত করি না ?

কোরআন যদি শিখেন , অর্থ বুঝেন আর তার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেন , নারীর সৌন্দর্য দেখার উপলব্দি থাকবে কি ?

৪। প্রতিনিয়ত বিভিন্ন এড নিয়ে মেয়েরা মেতে উঠে ।

যা ইবলিসের সাফল্যের অংশ ।

তার বিপরীতে কোরআনের প্রতিযোগীতা করলে দোষ না গুন ?

৫। মেয়েরাই পরিবারের প্রতিটি সদস্যের আদব গড়ার কারিগর । তাই একজন মেয়ে বা মা কে যদি ঠিক মত কোরআন পড়ার ও বুঝার উৎসাহ দিয়ে তাঁর মধ্যে ,

আলাহর মনোনীত আদব , যা রাসুলের মাধ্যেমে মানবের মধ্যে সঞ্চারিত হবে , তা শিক্ষা দেয়া যায় তাহলে একটি পরিবার , সমাজ , রাষ্ট্র তথা সারা দুনিয়ায় কোরআনের আদব কায়েম হতে পারে ।

এর থেকে কি আর বেশী আনন্দের হতে পারে ?

৬। মেয়েরা যখন হিফজ করবে তখন ও কি আস্তে পরবে? বরং জোরে পড়লেই তো সহজে হিফজ করতে পারবেন ।

ঠিক কি না ? তাহলে তাদের আলেমা মেয়েদের লাগাম টেনে কি ইসলামের দূত টাট্টু ঘোড়ার লাগাম টানা হচ্ছে না ? যেখানে মহা প্রতারক ইবলিসের দোষররা আরো সুযোগ পেয়ে সেই স্থান দখল করে নিবে ।

যদি আমার কথার ইসলামের আলোকে যথাযথ যুক্তি

থাকে তাহলে আজ থেকে সবাই সবার পরিবারের ও

কাছের সকল মেয়ে , ছেলে , নারী -পুরুষ , দ্বীন দার – বেদ্বীন সকলকে কোরআন অধ্যায়নের আহবান করুন,

সঠিক সংস্কৃত তাফসীর পড়তে উত্সাহী করুন ।

আরো অনেক প্রশ্ন আছে ।

উত্তর দিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ ।

সকল পাঠকদের প্রতি অনুরোধ , নিজের আক্বল দিয়ে বিচার করুন । সঠিক সিদ্ধান্ত নিন ।

মনে রাখবেন আল্লাহর কোরআন ও রাসুলের সহীহ হাদিস ছাড়া সবই সংস্কার যোগ্য । যেখানেই বিবেকের বাঁধা, সেখানেই চিন্তা করুন । গবেষনা করুন ।

লিখে মানুষ কে আপনার চিন্তার কথা জানান ।

পাপ নয় বরং পূণ্য হবে যদি তা ভুলও হয় ।

আমীন ।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *